বাংলাদেশ সীমান্ত লাগোয়া ২৭১ কিলোমিটার এলাকা দখলের দাবি করেছে মিয়ানমারের জান্তা সরকারের বিরুদ্ধে লড়াই করা আরাকান আর্মি। দেশটির পশ্চিমাঞ্চলীয় শহর মংডুর সেনাঘাঁটি দখলে নিয়ে ১৬৮ মাইল এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে তারা। এর মাধ্যমে রাখাইন রাজ্যের উত্তরাঞ্চলে পুরোপুরি নিজেদের দখল বলবৎ করেছে সশস্ত্র গোষ্ঠীটি। যার মাধ্যমে জান্তা সরকারের বিরুদ্ধে আরেকটি বড় সফলতা অর্জন করলো তারা। এ খবর দিয়েছে অনলাইন সিএনএন। এতে বলা হয়, এই রাখাইন রাজ্যকে কেন্দ্র করেই গোটা মিয়ানমারে গৃহযুদ্ধ ছড়িয়ে পড়েছে। ২০২১ সালে অং সান সুচিকে ক্ষমতাচ্যুত করে দেশটিতে সামরিক শাসন জারি করা হয়। এরপর থেকে রাখাইনে স্বায়ত্তশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে জান্তা বাহিনীর বিরুদ্ধে লড়াই করে আসছে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী। এর নেতৃত্বে রয়েছে আরাকান আর্মি নামের সশস্ত্র সংগঠন। সোমবার অজ্ঞাত এক স্থান থেকে সশস্ত্র গোষ্ঠীটির এক মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, রোববার মংডু শহরের শেষ সামরিক ঘাঁটিটি দখলের মধ্যে দিয়ে দীর্ঘ সীমান্ত এলাকার পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়েছে গোষ্ঠীটি। মংডুর এই যুদ্ধের পরে প্রায় ৮০ জন রোহিঙ্গা বিদ্রোহীসহ সরকারি সৈন্যদের পাশাপাশি সামরিক অপারেশন কমান্ড ১৫-এর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল থুরেইন তুনকে গ্রেপ্তার করেছে আরাকান আর্মি। উল্লেখ্য, আরাকান আর্মি মে মাসের শেষের দিকে মংডু আক্রমণ শুরু করে। মাত্র ছয় মাসের মাথায় সীমান্তবর্তী এই শহরের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে গোষ্ঠীটি।
বাংলাদেশ সময়: ৬:৪০:৪২ ৪৩ বার পঠিত