“তথ্যই শক্তি জানবো, জানাবো, দুর্নীতি রুখবো” স্লোগানকে সামনে রেখে রাজবাড়ী জেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটি (সনাক) রাজবাড়ী জেলা শাখার যৌথ উদ্যোগে রাজবাড়ী আজাদী ময়দানে দুদিন ব্যাপী তথ্য মেলা শুরু হয়েছে।
মঙ্গলবার (১০ডিসেম্বর)
দুপুরে প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
এ উপলক্ষে এক আলোচনা সভায় সচেতন নাগরিক কমিটির সভাপতি মো. নুরুজ্জামানের সভাপতিত্বে, সাংবাদিক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজবাড়ীর পুলিশ সুপার মোছাঃ শামিমা পারভীন , রাজবাড়ীর সিভিল সার্জন ডা.মোহাম্মদ ইব্রাহীম টিটন, রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সিদ্ধার্থ ভৌমিক। এছাড়াও সরকারের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মেলায় জেলার সরকারি ও বেসরকারি পর্যায়ের মোট ৩০টি স্টল স্থাপন করা হয়েছে বলে জানাগেছে । আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ স্টলগুলো পরিদর্শন করেন। বুধবার রাত আটটা পর্যন্ত এ মেলা চলবে মেলা বলে জানা গেছে।
বাংলাদেশ সময়: ১৮:৩২:৫৬ ৪১ বার পঠিত