শান্তিপূর্ণভাবেই ক্ষমতা হস্তান্তর করে পালিয়ে দেশত্যাগ করেছেন সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদ। তবে কোন দেশে আশ্রয় নিয়েছিলেন সেটা নিশ্চিত হওয়া যায়নি। শেষ পর্যন্ত তিনি রাশিয়ায় অবস্থান নিয়েছেন বলে জানা গেছে। রুশ বার্তাসংস্থার বরাত দিয়ে এমন দাবি করেছে বিবিসি।
বিবিসির দাবি, স্বপরিবারে মস্কোতে পৌঁছেছেন বাশার আল আসাদ ও তার পরিবার। তাকে ও তার পরিবারের সদস্যদের রাজনৈতিক আশ্রয়ও দিয়েছে ক্রেমলিন এমন দাবি রুশ গণমাধ্যমগুলোর।
প্রসঙ্গত, সিরিয়ায় প্রায় ৫০ বছরের বেশি সময় ধরে রাজত্ব করেছে আসাদ পরিবার। বাবা হাফেজ আল আসাদের কাছ থেকে ২০০০ সালে উত্তরাধিকারসূত্রে ক্ষমতা পেয়েছিলেন বাশার আল আসাদ। রোববার সশস্ত্র বিদ্রোহীরা দামেস্ক শহর নিয়ন্ত্রণ নিলে বিমানে করে রাজধানী ছাড়েন প্রেসিডেন্ট আসাদ। এতে সিরিয়াতে আসাদ পরিবারের অর্ধশতকের রাজত্বের অবসান হলো। ধারণা করা হচ্ছিলো পতনের পর ঘনিষ্ঠ রাশিয়া কিংবা ইরানে আশ্রয় নিতে পারেন তিনি।
বাংলাদেশ সময়: ৫:২৬:৪৮ ৪৬ বার পঠিত