শনিবার, ১১ জানুয়ারী ২০২৫

ধানমন্ডি থানায় জিডি করলেন নীলা ইসরাফিল

প্রথম পাতা » অপরাধ » ধানমন্ডি থানায় জিডি করলেন নীলা ইসরাফিল
শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪



ধানমন্ডি থানায় জিডি করলেন নীলা ইসরাফিলধানমন্ডি থানায় জিডি করলেন নীলা ইসরাফিল

রাজধানীর ধানমন্ডি থানায় জিডি করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হাসান আরিফের ছেলে মুয়াজ আরিফের সাবেক স্ত্রী নীলা ইসরাফিল। বাড়িতে চুরির ঘটনায় পুলিশের দ্বারস্থ হয়েছেন তিনি।

শুক্রবার (৬ ডিসেম্বর ) রাতে নীলা ইসরাফিল এই জিডি করেন। তিনি বলেন, ‘গত ২৯ নভেম্বর আমার বাসা থেকে চারটি ল্যাপটপ, দুইটি ব্যাগে রাখা দশটি ইউএসবি পেনড্রাইভ চুরি হয়। ডিভাইস গুলোতে ছবি-ভিডিও সংরক্ষিত ছিল। সেগুলো ৫ ডিসেম্বর কেউ ফেসবুকের মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে। আমি সেগুলো দেখতে পাই। এটার জন্য আমি একটি মামলা করতে থানায় এসেছিলাম। পরবর্তীতে পুলিশ আমার এটিকে জিডি হিসেবে গ্রহণ করেছে। আমি এই ঘটনার বিচার চাই।’

এদিকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হাসান আরিফের ছেলে মুয়াজ আরিফের বিরুদ্ধে মামলা হয়েছে। নির্যাতনের অভিযোগে সাবেক স্ত্রী নীলা ইসরাফিল বাদী হয়ে রাজধানীর রমনা থানায় মুয়াজ আরিফের বিরুদ্ধে মামলাটি করেন। গত সোমবার সকালে মামলাটি নথিভুক্ত করা হয়েছে।

বাংলাদেশ সময়: ৮:০৭:৪৫   ৮৫ বার পঠিত