লেবাননে ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে বিশ্বের বেশ কয়েকটি দেশ। টানা ১৩ মাসের বেশি সময় ধরে চলা সংঘাতের পর বুধবার ভোর ৪টা থেকে লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হয়। এর কয়েক ঘণ্টা পরই মিশর, চীন ও ইরানের সঙ্গে মধ্যপ্রাচ্যের আরেক দেশ সাইপ্রাসও চুক্তিটিকে স্বাগত জানিয়েছে। এ খবর দিয়েছে আল জাজিরা। এতে বলা হয়, যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়ে মিশর বলেছে, এই পদক্ষেপ অঞ্চলটির উত্তেজনা নিরসনে ইতিবাচক ভূমিকা রাখবে। অনুরূপভাবে গাজায় ইসরাইলি আগ্রাসন বন্ধ করে এমন যুদ্ধবিরতি কার্যকরের আহ্বান জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
হিজবুল্লাহর প্রধান মিত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘায়ি এক বিবৃতিতে লেবাননের সরকার, জনগণ ও প্রতিরোধ আন্দোলনের প্রতি ইরানের দৃঢ় সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছেন। এর আগে তিনি লেবাননে ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতিকে স্বাগত জানায়।
অন্যদিকে চীনও এই যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে। এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেছেন, আমরা উত্তেজনা প্রশমনে এবং শান্তি অর্জনের ক্ষেত্রে সহায়ক সকল প্রচেষ্টাকে সমর্থন করি। পাশাপাশি যুদ্ধবিরতির বিষয়ে উভয় পক্ষের চুক্তিকে স্বাগত জানাই।
যুদ্ধবিরতির পক্ষের দেশগুলোর সঙ্গে সুর মিলিয়েছে সাইপ্রাসও। দেশটির কর্তৃপক্ষ লেবাননের সেনাবাহিনীকে সমর্থনেরও প্রতিশ্রুতি দিয়েছে। এই যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোস ক্রিস্টোডৌলিডস বলেছেন, আমরা লেবাননের সেনাবাহিনীর পক্ষে নিজেদের সমর্থন অব্যাহত রাখব।
এর আগে বুধবার স্থানীয় সময় ভোর ৪টা থেকে লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হয়। এক বছরের বেশি সময় পাল্টাপাল্টি হামলা শেষে যুদ্ধবিরতিতে যায় ইসরাইল ও হিজবুল্লাহ। প্রাথমিক অবস্থায় এ চুক্তির মেয়াদ থাকবে ৬০ দিন। পরবর্তীতে এটি আরও বাড়ানো হবে।
বাংলাদেশ সময়: ২৩:১৪:১০ ৫৯ বার পঠিত