রবিবার, ২৪ নভেম্বর ২০২৪

রাজবাড়ীতে প্রবীণ আইনজীবী, বীর মু‌ক্তি‌যোদ্ধা মোঃ আসাদুজ্জামান লাল আর নেই

প্রথম পাতা » সারাদেশ » রাজবাড়ীতে প্রবীণ আইনজীবী, বীর মু‌ক্তি‌যোদ্ধা মোঃ আসাদুজ্জামান লাল আর নেই
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪




স্বপন বিশ্বাস, রাজবাড়ীঃ রাজবাড়ীতে প্রবীণ আইনজীবী, বীর মু‌ক্তি‌যোদ্ধা, রাজনৈতিক ব্যক্তিত্ব মোঃ আসাদুজ্জামান লাল আর নেই


রবিবার (২৪ নভেম্বর)  ভোর সাড়ে ছয়টায় রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন।ইন্না‌লিল্লা‌হি ওয়া ইন্না ইলাইহি রা‌জিউন।


মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৭৫বছর। তার চার সন্তানের মধ্যে দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে। বড় ছেলে এ্যাডঃ রাজীব, ছোট ছেলে রিফাত আহমেদ, মেয়ে লিপা ও লোপা। এছাড়াও তিনি অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।


জানাগেছে, রাজবাড়ী মুরগী ফার্ম কবরস্থানে তাকে দাফন করা হবে।


প্রথম জানাজা অনুষ্ঠিত হয় রাজবাড়ী বার এসোসিয়েশন এর সামনে। সেখানে রাজবাড়ী বিভিন্ন আইনজীবী ফোরামের পক্ষ থেকে তাকে ফুলের শ্রদ্ধা নিবেদন করা হয়।


দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয় বেলা দুইটায় সময় রাজবাড়ী ঈদ গা ময়দানে,  সেখানে প্রথমেই তাকে রাষ্ট্রীয় গার্ড অব অনার প্রদান করা হয়।


ওইসময় উপস্থিত রাজবাড়ী -১আসনের বিএনপির সাবেক এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।  বীর মুক্তিযোদ্ধা ফকির আব্দুল জব্বার, জেলা বিএনপির সাবেক আহবায়ক নৈমান সারি, সাবেক মেয়র তোফাজ্জেল হোসেন মিয়াসহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব। এছাড়াও উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন স্তরের মানুষ।

বাংলাদেশ সময়: ২০:৪৪:৫৮   ৭৫ বার পঠিত