শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

শাজাহানপুরে কৃষকলীগ নেতা গ্রেপ্তার: বিদেশি পিস্তল উদ্ধার

প্রথম পাতা » সারাদেশ » শাজাহানপুরে কৃষকলীগ নেতা গ্রেপ্তার: বিদেশি পিস্তল উদ্ধার
শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪



---

শাজাহানপুর উপজেলার আশেকপুর পশ্চিমপাড়া এলাকা থেকে মো: রায়হান নামের এক কৃষকলীগ নেতাকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রায়হান আশেকপুর ইউনিয়ন কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক এবং আব্দুর রহমানের ছেলে।


শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াদুদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী অভিযান চালিয়ে রায়হানের বাড়ি থেকে একটি গুলি ও ম্যাগাজিনবিহীন বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।


ওসি আরও বলেন, “গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে পূর্বের কোনো মামলা আছে কি না, তা যাচাই করা হচ্ছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”


উল্লেখ্য, গ্রেপ্তারকৃত রায়হানের বিরুদ্ধে আরও কোনো অপরাধের সংশ্লিষ্টতা আছে কি না, তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঘটনাটি এলাকায় আলোচনার সৃষ্টি করেছে।

বাংলাদেশ সময়: ১৫:২৩:৩৬   ৬৮ বার পঠিত