প্রতিনিধি, ভোলা:ভোলার লালমোহনে বাজার দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে আহত যুবদল নেতার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ( ২১ নভেম্বর) অানুমানিক ভোর ৬ ঘটিকায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন তিনি। নিহত আবু তৈয়ব বদরপুর ইউনিয়ন ২ নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক ছিলেন।
উল্লেখ্য, গত সোমবার সকালে দেবিরচর বাজার কালেকশন নিয়ে বহিরাগত সন্ত্রাসী দিয়ে ওই ইউনিয়নের আওয়ামী লীগ সমর্থিত সাবেক চেয়ারম্যান আসাদ উল্যাহ মেলকারের ইন্ধনে স্থানীয় বিএনপির নেতৃবৃন্দের উপর হামলা চালায় বলে দাবী করেছে বিএনপি নেতৃবৃন্দ।আবু তৈয়বের মৃত্যুর ঘটনায় বৃহস্পতিবার বিকেলে লালমোহন উপজেলা যুবদল লালমোহন বাজারে প্রতিবাদ মিছিল করে।
বদরপুর (উত্তর) বিএনপির সভাপতি শহিদুল্যাহ মেলকার বলেন, ৫ আগস্টের আগে ওই বাজার থেকে চেয়ারম্যান আসাদ উল্যাহ মেলকার ইচ্ছামতো টোল আদায় করতো। পরে পটপরির্তন হলে স্থানীয় বিএনপির নেতৃত্বে স্বাভাবিকভাবে টোল আদায় শুরু করে। বাজারটির টোল আদায় আবার পূনরুদ্ধার করতে স্থানীয় ও বহিরাগত ক্যাডার দিয়ে সোমবারে হামলা চালানো হয়। এসময় বিএনপি ও নব্য বিএনপির মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে আমি নিজেসহ আমার ছেলে লোকমান, নাতি শাওন, আবু তৈয়ব, মাকসুদ উল্যাহকে কুপিয়ে গুরুতর জখম করা হয়। আবু তৈয়ব ও শাওনকে ঢাকা মেডিকেলে নিলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আবু তৈয়ব মারা যায়। শহিদুল্যাহ মেলকার বলেন আরো বলেন বাজার লুটপাট করতে সাবেক চেয়ারম্যান স্থানীয় হাইব্রিড কামাল হুইচকে ব্যবহার করে এই হামলার ঘটনা ঘটিয়েছে। এরা আওয়ামী লীগকে আবারো প্রতিষ্ঠিত করতে চায়।
এ বিষয়ে লালমোহন থানার ওসি মো. সিরাজুল ইসলাম বলেন, সংঘর্ষের পর ওই দিনই মামলা হয়েছে। মামলায় কামাল হুইচসহ ৮ জনকে গ্রেফতার করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪:১৮:০৩ ৮৩ বার পঠিত