বুধবার, ১১ অক্টোবর ২০২৩

রাজবাড়ীতে মাদক মামলায় স্বামী-স্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড

প্রথম পাতা » জেলা জজ কোর্ট » রাজবাড়ীতে মাদক মামলায় স্বামী-স্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড
বুধবার, ১১ অক্টোবর ২০২৩



স্বপন বিশ্বাস, রাজবাড়ীঃ রাজবাড়ীর দৌলতদিয়া যৌনপল্লির পাশে পোড়াভিটার মাদক ব্যবসায়ী মোছাঃ শাপলা বেগম ও তার স্বামী নীল চাঁদ মোল্যাকে যাবজ্জীবন কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৩মাসের বিনাশ্রম কারাদন্ড ও একই আইনের ২৫ ধারায় প্রত্যেককে দুই বছরের সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত। এছাড়াও শাপলা বেগমের বিরুদ্ধে একই আইনে তিন বছরের সশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের সশ্রম কারাদন্ড প্রদান করেছে আদালত।

মঙ্গলবার (১০অক্টোবর) রাজবাড়ীর অতিরিক্ত দায়রা জজ আদালত-২ এর বিচারক সৈয়দ সিরাজ জিন্নাত এ রায় ঘোষণা করেন। রায়ের সময় শাপলা বেগম আদালতে উপস্থিত ছিলেন না।

মামলা সূত্রে জানাগেছে, গত ২০১৬ সালের ১৬ জুলাই ৯০ গ্রাম হেরোইন ও ৫ বোতল ফেন্সিডিলসহ তাদেরকে গ্রেপ্তার করে। এ ব্যাপারে গোয়ালন্দ ঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়। ওই মামলায় তাদের বিরুদ্ধে আদালতে চার্জশীর্ট দাখিল করেন।

দন্ডপ্রাপ্ত আসামী শাপলা বেগম (২৫) জেলার গোয়ালন্দ উপজেলার উত্তর দৌলতদিয়ার নীল চাঁদ মোল্যার স্ত্রী। নীল চাঁদ মোল্যা বালিয়াকান্দি উপজেলার খালকুলা গ্রামের আব্দুর রশিদ মোল্যার ছেলে।

বাংলাদেশ সময়: ১৮:৩৯:৩১   ১৩৯ বার পঠিত