শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪

ভোলা -০২ আসনের সাবেক এমপি আলী আজম মুকুল হত্যা মামলায় গ্রেফতার।

প্রথম পাতা » সারাদেশ » ভোলা -০২ আসনের সাবেক এমপি আলী আজম মুকুল হত্যা মামলায় গ্রেফতার।
শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪



---

মোঃ লোকমান হোসেন (দৌলতখান, ভোলা) প্রতিনিধি

ভোলা - ২ (দৌলতখান - বোরহানউদ্দিন)  এলাকার সাবেক এমপি আলী আজম মুকুলকে গ্রেফতার করেছে  র‌্যাব।১৩ নভেম্বর বুধবার  সন্ধ্যা সাতটার পর রাজধানী শহর ঢাকা মোহাম্মদপুরের হাজারীবাগ  এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালক লে. কর্ণেল  মো. মুনীম ফেরদৌস।


আলী আজম মুকুল ২০১৪ সালে ভোলা ২ আসন থেকে আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হন এরপর ২০১৮ ও ২০২৪ সালে একই আসন থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। গত ০৫ ই আগষ্ট শেখ হাসিনা সরকারের পতনের পর তার বিরুদ্ধে দৌলতখান ও বোরহান উদ্দিন থানায় একাধিক মামলা হয়।

জানা যায়, বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে ১৯ জুলাই রাজধানীর মিরপুর এলাকায় নাহিদুল ইসলাম হত্যা মামলার আসামি ছিলেন ভোলা - ২  আসনের সাবেক এমপি আলি আজম মুকুল।  পুলিশ সূত্রে জানা যায়, এমপি মুকুল  বিরুদ্ধে  একাধিক মামলা রয়েছে। এমপি মুকুল গ্রেফতারের সংবাদ দৌলতখান থানার অফিসার ইনচার্জ জিল্লুর রহমান নিশ্চিত করেছেন। এ সংবাদ লেখা পর্যন্ত সাবেক এমপি মুকুল ও স্বপন চেয়ারম্যান কে র‌্যাব মোহাম্মদপুর থানায় সোপর্দ করেছে বলে এমন তথ্য পুলিশ  সূত্রে জানা গেছে । এদিকে দৌলতখানে সাবেক এমপি  আলী আজম মুকুলের গ্রেপ্তারের সংবাদ ছড়িয়ে পড়লে আনন্দে উল্লাসে ছাত্র - জনতা রাস্তায় নেমে আসে। সম্মিলিত ছাত্র - জনতা ও উপজেলা বিএনপি’র একটি বিশাল মিছিল  দৌলতখান পৌর শহর প্রদক্ষিণ করে স্লোগানের স্লোগানে মুখরিত করে।

উপজেলা বিএনপি ও দৌলতখানের সর্বস্তরের মানুষ এমপি মুকুলের গ্রেফতারে আনন্দে উচ্ছ্বাসে  মিষ্টি বিতরণ করে। উৎসুক জনতা  আতশবাজি করে আনন্দে মেতে ওঠে। দীর্ঘ ১৭ বছর পর আওয়ামী ফ্যাসিবাদের পতনে দৌলতখান উপজেলা বিএনপি ও সাধারণ মানুষ উল্লাস করে একে অপরকে মিষ্টি মুখ করে।

বাংলাদেশ সময়: ১৪:১৬:২০   ৪৩ বার পঠিত