বুধবার, ১৩ নভেম্বর ২০২৪

দ্বিতীয় দফায় জবানবন্দি দিয়েছেন সাবেক আইজিপি মামুন

প্রথম পাতা » জাতীয় » দ্বিতীয় দফায় জবানবন্দি দিয়েছেন সাবেক আইজিপি মামুন
বুধবার, ১৩ নভেম্বর ২০২৪



দ্বিতীয় দফায় জবানবন্দি দিয়েছেন সাবেক আইজিপি মামুন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন দ্বিতীয় দফায় আদালতে জবানবন্দি দিয়েছেন।

বুধবার (১৩ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সূত্রে এ তথ্য জানা গেছে।

৮ অক্টোবর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজার আদালত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর যাত্রাবাড়ী ও নিউমার্কেট থানায় দায়ের করা একাধিক মামলায় তাকে ৪৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগেও বিভিন্ন মামলায় ১৮ দিনের রিমান্ডে নেয়া হয় তাকে। চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে একাধিক মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

৪ সেপ্টেম্বর সেনা হেফাজতে থাকা অবস্থায় চৌধুরী আবদুল্লাহ আল মামুন আত্মসমর্পণ করলে, তাকে হেফাজতে নেয় পুলিশ। ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) তাকে গ্রেপ্তার করে। পুলিশ কমিশনার মো. মাইনুল হাসান এ তথ্য তথ্য নিশ্চিত করেন ওই সময়।

পরে ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো বার্তাতে গ্রেপ্তারের এ তথ্য জানানো হয়। এরপর নতুন অন্তর্বর্তী সরকার গঠনের আগে তাকে চাকরি থেকে বাদ দেওয়া হয়।

চৌধুরী আব্দুল্লাহ মামুনের অবসরে যাওয়ার কথা ছিল দেড় বছর আগে। তারপরও তাকে চুক্তিতে আইজিপি করে রেখেছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আইজিপি হওয়ার আগে তিনি র‌্যাবের মহাপরিচালক ছিলেন। সর্বশেষ গত ৫ জুলাই আরও এক বছরের জন্য তার চুক্তির মেয়াদ বাড়ানো হয়েছিল পুলিশে।

সরকার পতনের পর ৬ আগস্ট রাতে তার চুক্তি বাতিল করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

বাংলাদেশ সময়: ২২:১৭:৫৩   ১১ বার পঠিত