বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে হত্যার অভিযোগে করা মামলায় সাবেক মন্ত্রী শাজাহান খানসহ পাঁচজনকে গ্রেফতার দেখিয়েছেন আদালত। এসময় বিচারকের কাছে একটি অনুরোধ জানান শাহজাহান খান।
আজ সোমবার কারাগার থেকে তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ।
এরপর তাদের এসব মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তারা। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান তাদের এসব মামলায় গ্রেফতার দেখান।
এসময় আদালতে শুনানি চলাকালীন সময়ে সাবেক মন্ত্রী শাহজাহান খান বিচারকের কাছে কান্না জড়িত কন্ঠে বলেন, “আদালতে আমরা যারা উপস্থিত আছি সবাই কয়েকবারের এমপি ও মন্ত্রী। আমার বাবাও এমপি ছিলন। আমাদের হাতকড়া পরিয়ে কাঠগড়ায় তোলা হচ্ছে। যা আমাদের জন্য লজ্জার। তাই আমাদের হাতকড়া না পরানোর অনুরোধ।”
এরপর তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
গ্রেফতার দেখানো অন্যরা হলেন- সাবেক মন্ত্রী রাশেদ খানন সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহম্মদ হোসেন ও সাবেক এমপি আব্দুস সোবহান গোলাপ।
এর আগে তারা প্রত্যেকেই একাধিক হত্যা ও হত্যাচেষ্টা মামলায় কয়েক দফায় রিমান্ড ভোগ করেছেন।
বাংলাদেশ সময়: ১৬:২১:০৫ ২৪ বার পঠিত