শনিবার, ৯ নভেম্বর ২০২৪

আসিফ নজরুলের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের নিন্দা সিনিয়র জাজেজ ফোরামের

প্রথম পাতা » জাতীয় » আসিফ নজরুলের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের নিন্দা সিনিয়র জাজেজ ফোরামের
শনিবার, ৯ নভেম্বর ২০২৪



আসিফ নজরুলের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের নিন্দা সিনিয়র জাজেজ ফোরামের

সুইজারল্যান্ডের জেনেভায় আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সিনিয়র জাজেজ ফোরাম। শনিবার (৯ নভেম্বর) সিনিয়র জেলা ও দায়রা জজদের সংগঠন ‘সিনিয়র জাজেজ ফোরাম’ এক যৌথ বিবৃতিতে এ নিন্দা জানান।

বিবৃতিতে বলা হয়, আমরা গভীর উদ্বেগ ও ক্ষোভের সঙ্গে জানাচ্ছি যে, সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুলের সাম্প্রতিক রাষ্ট্রীয় সফরের সময় সুইজারল্যান্ডের জেনেভা এয়ারপোর্টে কতিপয় দুর্বৃত্ত কর্তৃক তার সঙ্গে ন্যাক্কারজনক ও উদ্ধত আচরণের ঘটনা ঘটেছে। বিদেশের মাটিতে বাংলাদেশের একজন রাষ্ট্রীয় প্রতিনিধির সঙ্গে এমন আচরণ শুধু শিষ্টাচারবিরোধী নয়, বরং এটি আমাদের জাতীয় মর্যাদা, দেশপ্রেম এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি চরম অবমাননার শামিল। এই অসভ্য আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান জাজেজ সংগঠনটি।

জাতীয় মর্যাদা সমুন্নত রাখতে এবং এমন অপকর্মের পুনরাবৃত্তি রোধে সংশ্লিষ্ট সব মহলকে কার্যকর ভূমিকা রাখার জন্য আহ্বান জানান তারা। একই সঙ্গে এই ঘটনার সঙ্গে জড়িতদের অবিলম্বে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানিয়ে বিবৃতিতে বলা হয়, দুষ্কৃতকারীরা একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের অনুসারী এবং বাংলাদেশের পতিত ফ্যাসিস্ট সরকারের অনুগামী। প্রবাসে বাংলাদেশ এবং বাংলাদেশ সরকারের ভাবমূর্তি ক্ষুন্নকারী দুষ্কৃতকারীদের এমন কার্যকলাপের দায় জেনেইভাস্থ বাংলাদেশ মিশন কর্তৃপক্ষ এড়াতে পারে না।

বিবৃতিদাতাদের মধ্যে রয়েছেন সিনিয়ার জেলা জাজ মো. সাইফুল ইসলাম, মুন্সি মো. মশিয়ার রহমান, মো. নুরুল ইসলাম সান্টু, মো. রাফিজুল ইসলাম, সৈয়দ আজাদ সুবহানী, মো. আবদুল আউয়াল, মোহাম্মদ জিয়াউর রহমান, মোহাম্মদ মঞ্জুরুল হোসেন, মোহাম্মদ জুয়েল রানা, মো. রহিবুল ইসলাম, মো. হাসানুল ইসলাম, মো. শহীদুল ইসলাম, মো. মনির কামাল, শরীফ হোসেন হায়দার, রফিকুল ইসলাম, একিউএম নাসিরুদ্দিন, আল মাহমুদ ফায়জুল কবীর, মো. সোহেল আহমেদ।

বাংলাদেশ সময়: ২২:৫৮:১০   ৬৮ বার পঠিত