মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪

জেনেভা ক্যাম্পের বোমা তৈরির কারিগর কসাই সোহেল গ্রেপ্তার

প্রথম পাতা » অপরাধ » জেনেভা ক্যাম্পের বোমা তৈরির কারিগর কসাই সোহেল গ্রেপ্তার
মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪



জেনেভা ক্যাম্পের বোমা তৈরির কারিগর কসাই সোহেল গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের বোমা তৈরির কারিগর ও হত্যা মামলার আসামি সোহেল ওরফে কসাই সোহেলকে গ্রেপ্তার করেছে র‌্যাব–২। সোমবার রাতে গাবতলী পশুর হাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

আজ মঙ্গলবার র‌্যাব-২ এর সহকারী পরিচালক এএসপি শিহাব করিম জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কসাই সোহেলকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ঢাকার অন্যতম মাদক স্পট হিসেবে বিবেচিত জেনেভা ক্যাম্পের মাদক কারবারিদের মধ্যে গত কয়েক মাস ধরে চলছে আধিপত্যের লড়াই। প্রায়দিনই দুই পক্ষ সংঘর্ষে জড়াচ্ছে। গুলি, বোমা ও ধারালো অস্ত্রের আঘাতে এ পর্যন্ত সাতজনের প্রাণ গেছে। এরমধ্যে সেনাবাহিনী অভিযান চালিয়ে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে। র‌্যাব–পুলিশের অভিযানেও ধরা পড়েছে বেশ কয়েকজন। তারপরও ক্যাম্পের মাদক কেনাবেচা বন্ধ হয়নি বলে অভিযোগ বাসিন্দাদের।

বাংলাদেশ সময়: ২০:৫৫:১৫   ৮৫ বার পঠিত