সীতাকুণ্ডে দলিল রেজিষ্ট্রি করতে বাঁধা দেওয়ায় আদালতে এক আইনজীবী ১৭ জন দলিল লেখকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। এদিকে আদালত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেন।
জানা যায়, উপজেলা সাব-রেজিষ্টার অফিসে অনৈতিকভাবে সমিতির নাম বিক্রি করে একটি সিন্ডিকেট সমিতির সেক্রেটারি সাইফুল্লাহ কামালের নেতৃত্বে বেশ কিছুু সংখ্যক ভেন্ডার নিয়ে সাব-রেজিষ্টার ঘুষ খায় এমন অভিযোগ তুলে দীর্ঘ এক মাস কলম বিরতি করতে থাকে। এতে সরকারের কোটি কোটি টাকার রাজস্ব হারায়। অপরদিকে এই অনৈতিক অচল বিরতিতে অন্যান্য ভেন্ডাররা মানবেতর জীবন-যাপন করে। তাই অন্যান্য নিরীহ ভেন্ডাররা আরমানের নেকৃত্বে এবং শহরের আইনজীবীরা কলম বিরতির বিরোধীতা করে। এতে গত ২৯ অক্টোবর আইনজীবী মো. মোসাদ্দেক মাওলার সহকারী মাহবুবুল আলম দলিল রেজিষ্ট্রি করতে গেলে তাদেরকে বাধা দেয়। এমনকি আইনজীবীর সহকারী মাহবুবুলকে মারধর করে পকেটে থাকা ১০ হাজার টাকা ছিনিয়ে নেয়। এ ঘটনায় সমিতির সেক্রেটারি সাইফুল্লাহ কামালসহ ১৭ জনের বিরুদ্ধে সরকারি কাজে বাঁধা এবং সরকারকে রাজস্ব আদায় থেকে বঞ্চিত ও আইনজীবীর সহকারীকে মাধরের ঘটনায় আদালতে মামলা করে। আদালত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ প্রদান করেন। তা ছাড়া গত বুধবার ভেন্ডার আরমানের নেতৃত্বে অন্যান্য ভেন্ডাররা কলম বিরতি উপেক্ষা করে ২২টি দলিল রেজিষ্ট্রি সম্পাদন করে। উল্লেখ্য এক মাস আগে হারুন অর রসিদ অনৈতিকভাবে সাব-রেজিষ্টারকে দিয়ে একটি দলিল সম্পাদন করতে না পারায় ক্ষোভে বাইরের লোক দিয়ে সাব-রেজিষ্টারের কক্ষে হামলা করে। এতে তাকে শোকজ করলে সিন্ডিকেটের ভেন্ডার কলম বিরতির নামে সরকারের বিপুল পরিমাণে রাজস্ব আদায়ে ক্ষতি করে।
চট্টগ্রাম জেলা রেজিষ্টার মিশন চাকমা জানান, সীতাকুণ্ড দলিল লেখক সমিতির নেতাদের সঙ্গে কথা হয়েছে। তারা ভুল স্বীকার করেছে। এবং আগামী রোববার থেকে তারা কাজে যোগ দিবেন বলে জানিয়েছেন।
বাংলাদেশ সময়: ৯:৫২:০৬ ৬৫ বার পঠিত