নবনিযুক্ত প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে জাতীয় মানবাধিকার কমিশন। প্রধান বিচারপতির অফিসে বৃহস্পতিবার (৫ অক্টোবর) কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদের নেতৃত্বে সদস্যরা সাক্ষাৎ করেন।
এ সময় নবনিযুক্ত প্রধান বিচারপতিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান কমিশনের সদস্যরা। মানবাধিকার কমিশনের চেয়ারম্যান প্রধান বিচারপতিকে বর্তমান কমিশনের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।
তিনি জানান, বর্তমান কমিশন ২০২২ সালের ১০ ডিসেম্বর দায়িত্ব গ্রহণের পর থেকেই জাতীয় মানবাধিকার কমিশন আইন ২০০৯ আলোকে ম্যান্ডেট অনুযায়ী মানবাধিকার লঙ্ঘন পর্যবেক্ষণসহ সুনির্দিষ্ট কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।
সাক্ষাৎকালে কমিশনের সার্বক্ষণিক সদস্য মো. সেলিম রেজা, অবৈতনিক সদস্য মো. আমিনুল ইসলাম, ড. তানিয়া হক, পরিচালক (অভিযোগ ও তদন্ত) আশরাফুল আলম, উপপরিচালক গাজী সালাউদ্দীন, আজহার হোসেন এবং ফারহানা সাঈদ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৪:৩৫:৩৬ ১৮৫ বার পঠিত