রবিবার, ২৭ অক্টোবর ২০২৪

ভোলা-বরিশাল সেতু বাস্তবায়নে করণীয় শীর্ষক আলোচনা সভা

প্রথম পাতা » সারাদেশ » ভোলা-বরিশাল সেতু বাস্তবায়নে করণীয় শীর্ষক আলোচনা সভা
রবিবার, ২৭ অক্টোবর ২০২৪



---

দক্ষিণ অঞ্চলের মানুষের দীর্ঘ দিনের স্বপ্ন দ্বীপজেলা ভোলাকে বরিশালের সাথে যুক্ত করবে ভোলা-বরিশাল সেতু।

ভোলা ও বরিশালের ঢাকাস্থ নাগরিকদের উদ্যোগে   ভোলা - বরিশাল সেতু বাস্তবায়নে সামাজিক অংগন হতে করণীয় শীর্ষক আলোচন সভা ২৬শে অক্টোবর বিকালে ঢাকা পুরানা পল্টনে ইসলাম এস্টেট ভবনের ৫তলায় এনসিওর লেক সিটির হলরুমে  অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন সাবেক যুগ্ম-সচিব জনাব মোঃ আবদুল ওহাব খান।

সভায় সর্বসম্মতিক্রমে ভোলা-বরিশাল সেতু বাস্তবায়ন জাতীয় কমিটি (প্রস্তাবিত) নাম রাখা হয়।

আলোচনা শেষে সিদ্ধান্ত হয় যে, ভোলা ও বরিশালের বিশিষ্ট জনদের নিয়ে একটি ভোলা-বরিশাল সেতু বাস্তবায়নে জাতীয় কমিটির গঠন করা হবে। উক্ত কমিটি বাস্তবায়নের জন্য জনাব মো: ওবায়েদুর রহমান বিন মোস্তফাকে প্রধান করে ৭ সদস্য এর  আহবায়ক কমিটি  ওজনাব এম. জহিরুল আলমকে প্রধান করে ৫ সদস্য এর উপদেষ্টা কমিটি গঠন করা হয়।

আহবায়ক কমিটির সদস্যগন হলেন -জনাব মো: ওবায়েদুর রহমান বিন মোস্তফা, জনাব মো: মিজানুর রহমান, জনাব অ্যাভোকেট সৈয়দ মো: রেজাউজ জামান হিরা, জনাব মিনহাজ রশিদ, জনাব মো: হেলাল উদ্দিন, জনাব প্রকৌশলী আবু তৈয়্যব  আনসারী এবং জনাব মীর মোশারেফ অমি।

উপদেষ্টা কমিটিতে রয়েছেন - জনাব মো: আব্দুল ওহাব খান, সাবেক যুগ্ম সচিব, জনাব এম. জহিরুল আলম সম্পাদক বিডিএফ, জনাব সাইফুল ইসলাম কামরুজ, পরিচালক আইএম ইডি, পরিকল্পনা মন্ত্রণালয়, জনাব প্রকৌশলী মো: মশিউর রহমান, প্রকল্প পরিচালক , বিশ্ব ব্যাংক বাপাউবো ও জনাব মো: জাকির হোসেন বাচ্চু, উপ সচিব, আইসিটি মন্ত্রণালয়।

উক্ত কমিটি ভোলা-বরিশাল সেতু বাস্তবায়ন জাতীয় কমিটিতে ভোলা ও বরিশালের বিভিন্ন শ্রেণীর পেশার ব্যক্তিদের নিয়ে সেতু বাস্তবায়নে কাজ করবে।

সভায় সাবেক যুগ্ম-সচিব জনাব মোঃ আবদুল ওহাব খানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জনাব এম. জহিরুল আলম সম্পাদক বিডিএফ, জনাব সাইফুল ইসলাম কামরুজ, পরিচালক আইএম ইডি, পরিকল্পনা মন্ত্রণালয়, জনাব প্রকৌশলী মো: মশিউর রহমান, প্রকল্প পরিচালক , বিশ্ব ব্যাংক বাপাউবো, জনাব মো: জাকির হোসেন বাচ্চু, উপ সচিব, আইসিটি মন্ত্রণালয়, শিক্ষা ক্যাডার জনাব  ফেরদাউছুর রহমান, ইসলামী শ্রমিক আন্দোলন এর বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা ওবায়েদ বিন মোস্তফা, বিডিএফ এর সাংগঠিক সম্পাদক জনাব মো: মিজানুর রহমান,  সুপ্রিম কোর্টের আইনজীবী ও ল নিউজ ২৪ এর সম্পাদক সৈয়দ মো: রেজাউজ জামান,  এনসিওর ল্যান্ডমার্ক  লি : ব্যবস্থাপনা পরিচালক জনাব শরিফ উদ্দিন আহমেদ,এনসিওর ল্যান্ডমার্ক  লি : এর উপ ব্যবস্থাপনা পরিচালক জনাব জাকির হোসাইন, পরিচালক জনাব মো: মিজানুর রহমান, সাবেক ব্যাংক কমকর্তা রিয়াজ হাসান, সহ সভাপতি , ঢাকাস্থ বরিশাল জেলা সমিতি , প্রকৌশলী আবু তৈয়ব আনসারী, জনাব আকতার হোসেন মহিন, জনাব নূর মোহাম্মদ, প্রকৌশলী পাওয়ার গ্রীড, জনাব মো: হেলাল উদ্দিন, ব-দ্বীপ ফোরাম এর প্রতিষ্ঠাতা মীর মোশাররফ অমি, জনাব মোঃ সালাউদ্দিন, জনাব নিরব হোসেন রানা, পারভেজ রনি, ব্যাংকার জনাব ফজলে আমিন,জনাব  জিনান মাহমুদ, সাংবাদিক ইয়ামিন হাওলাদার (ভোলা), শিক্ষক ইব্রাহীম খলিল, ব্যবসায়ী মিনহাজ রশিদ, জনাব কামরুল হাসান , জনাব মো: নুরনবী খান প্রমুখ।

ভোলা-বরিশাল সেতু বাস্তবায়নে জাতীয় কমিটি ( প্রস্তাবিত) গঠনের জন্য আহবায়ক কমিটি অতিদ্রুত সম্মলেনের আয়োজন করে ভোলা-বরিশাল সেতু বাস্তবায়নে যথাযথ উদ্যোগে গ্রহন করবে এই আশাবাদ ব্যক্ত করে সভা শেষ হয়।

বাংলাদেশ সময়: ১২:৪৮:৫৯   ২০৬ বার পঠিত