শুক্রবার, ৬ অক্টোবর ২০২৩

ডামুড্যা জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত ।

প্রথম পাতা » জাতীয় » ডামুড্যা জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত ।
শুক্রবার, ৬ অক্টোবর ২০২৩



 

---

মো. বোরহান

শরীয়তপুর প্রতিনিধি,

ডামুড্যা “জন্ম ও মৃত্যু নিবন্ধন কর নাগরিক অধিকার নিশ্চিত করি”স্লোগানকে ধারণ করে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে শরীয়তপুরের ডামুড্যা উপজেলা পালিত হলো জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস।

কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার (৬ অক্টোবর) সকাল ১০ টায় উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার হাছিবা খান এর সভাপতিত্বে আলোচনা সভায় দিবসের গুরুতপূর্ন দিক নিয়ে আলোচনায় অংশ নেন, ডামুড্যা পৌরসভার মেয়র রেজাউল করিম রাজা ছৈয়াল, উপজেলা আইসিটি কর্মকর্তা লিটন মুন্সি, পূর্ব ডামুড্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাসুদ পারভেজ লিটন হাওলাদার, সিড্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিল্লু রহমান, ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন মোল্যা, ধানকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রতন,ডামুড্যা পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসান জুয়েল, বিভিন্ন ইউনিয়ন পরিষদের সচিব সহ উদ্যোক্তাগন প্রমূখ।

বক্তারা দিবসটিকে গুরত্ব দিয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সামাজিক পর্যায়ে আরো সচেতনতা বৃদ্ধি করণে প্রচারের উপর গুরুত্বারোপ করেন।

বাংলাদেশ সময়: ২৩:২৯:২৪   ২৩৭ বার পঠিত