ভারতের দিল্লির একটি স্কুলের সামনে ভয়াবহ এক বিস্ফোরণ ঘটেছে। এতে স্কুলটির দেয়াল এবং পার্কিং করা গাড়ি ও একটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। রোববার সকাল সাড়ে ৭টার দিকে দিল্লির রোহিণীর সিআরপিএফ স্কুলের কাছে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এ ঘটনায় এখনও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি।
এতে বলা হয়, ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছেন দিল্লি পুলিশের বিশেষ সেল। তারা বিস্ফোরণের কারণ চিহ্নিত করার চেষ্টা করছেন। স্থানীয় এক বাসিন্দার রেকর্ড করা একটি ভিডিওতে দেখা যাচ্ছে, বিস্ফোরণস্থল থেকে কালো ধোঁয়া উড়ছে। ওই প্রতক্ষ্যদশী বলেছেন, ‘আমি বাইরে ঘুরাঘুরি করছিলাম। এসময় একটি বিকট শব্দ শুনেছি। এরপরই সেখানে কালো ধোঁয়া উড়তে দেখা যায়।’ এর বেশি কিছু জানেনা বলে জানিয়েছেন ওই প্রত্যক্ষদর্শী।
এনডিটিভি’র খবরে বলা হয়েছে, রোববার সকাল ৭টা ৪৭ মিনিটে প্রশান্ত বিহার সিআরপিএফ স্কুলের কাছে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এখনও এই বিস্ফোরণের কারণ জানতে পারেনি পুলিশ। কী কারণে এই বিস্ফোরণ ঘটল তা তদন্ত করতে বিশেষজ্ঞ এক টিম কাজ শুরু করেছে বলে জানিয়েছেন দিল্লি পুলিশের সিনিয়র এক পুলিশ কর্মকর্তা অমিত গোয়েল। পুলিশ জানিয়েছে তারা এখনও সন্দেহজনক কিছু পায়নি। তদন্তের অংশ হিসাবে ভূগর্ভস্থ স্যুয়ারেজ লাইন পরীক্ষা করছে পুলিশ।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বিস্ফোরণে স্কুলের কাছে পার্ক করা গাড়ির জানালার কাঁচ ভেঙে গেছে এবং স্থানীয় একটি দোকানের সাইনবোর্ড ক্ষতিগ্রস্ত হয়েছে।
পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, ইতিমধ্যেই ঘটনাস্থলে একটি ক্রাইম টিম, এফএসএল টিম এবং বোমা নিষ্ক্রিয়কারী স্কোয়াডকে ডাকা হয়েছে। এর পাশাপাশি ঘটনাস্থলটি ঘিরে রাখা হয়েছে। এছাড়া ফায়ার ব্রিগেডের দলও ঘটনাস্থলে রয়েছে। তারা বিস্ফোরণের কারণ অনুসন্ধান করছে।
বাংলাদেশ সময়: ৩:২০:০৭ ৬৫ বার পঠিত