রবিবার, ২০ অক্টোবর ২০২৪

দক্ষতা ও আন্তরিকতার সহিত কাজের মাধ্যমে সর্বমহলে প্রশংসিত লালমোহনের উপজেলা নির্বাহী অফিসার

প্রথম পাতা » সারাদেশ » দক্ষতা ও আন্তরিকতার সহিত কাজের মাধ্যমে সর্বমহলে প্রশংসিত লালমোহনের উপজেলা নির্বাহী অফিসার
রবিবার, ২০ অক্টোবর ২০২৪



 ---

উপজেলা নির্বাহী অফিসার মো. তৌহিদুল ইসলাম

এম রিয়াজ উদ্দিন, লালমোহন (ভোলা) প্রতিনিধি:

ভোলার লালমোহন উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) মো. তৌহিদুল ইসলাম , ২০২৩ সালের ডিসেম্বরে ভোলা সদর উপজেলা থেকে বদলি হয়ে লালমোহন উপজেলায় যোগদান করেন। যোগদানের পর থেকেই বিভিন্ন ইতিবাচক কাজের মাধ্যমে ইতোমধ্যে উপজেলার একজন দক্ষ,আন্তরিক, অমায়িক, নিরহংকারী নির্বাহী অফিসার হিসাবে মানুষের মনে জায়গা করে নিয়েছেন। ছাত্র - জনতার বিপ্লবের ফলে গত ৫ই আগস্ট শেখ হাসিনা সরকারের পলায়নের পর দেশের উদ্ভুত পরিস্থিতি মোকাবেলায় দায়িত্ব গ্রহণ করেন অন্তভর্তীকালীন সরকার। অন্তবর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পরই উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, পৌরসভার মেয়র, কাউন্সিলরদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডিও ভেঙে দেওয়া হয়। আর এসব দায়িত্ব এসে পড়ে দায়িত্বরত উপজেলা নির্বাহী অফিসারদের কাঁধে।

লালমোহন উপজেলা পরিষদ, পৌরসভা,দুইটি ইউনিয়ন পরিষদের দায়িত্ব পালনের পাশাপাশি প্রায় একশত শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হিসাবে অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন ইউএনও তৌহিদুল ইসলাম। এ ছাড়াও গণশুনানি, বিভিন্ন বিরোধ মিমাংসা, ইভটিজিং ও বাল্যবিবাহ রোধ, মাদক বিরোধী অভিযান, বাজার মনিটরিং, মা ইলিশ রক্ষায় সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে বিশেষ অভিযানসহ বিভিন্ন সামাজিক কর্মকান্ড চালিয়ে যাচ্ছেন সমানতালে।। “রক্তধানের অপেক্ষায় লালমোহন ” এর সাংগঠনিক সম্পাদক আবি আব্দুল্লাহ তাইফ বলেন, আমাদের লালমোহন উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুল ইসলাম স্যার একজন দক্ষ, আন্তরিক ও বড় মনের মানুষ।। আমরা স্বেচ্ছাসেবী কর্মকান্ডে যখনই যে কোন সহযোগিতার জন্য যাই, তিনি আমাদের সর্বাত্মক সহযোগিতা করেন।। এমনকি একজন মুমূর্ষু রোগীর জন্য ‘ও’ নেগেটিভ রক্তের প্রয়োজন পড়লে স্যারকে আমরা বলার সাথেই স্যার নিজেই ওই রোগীকে রক্তদান করেন।। স্যারকে পেয়ে আমরা লালমোহন উপজেলাবাসী গর্বিত।

ডা. আজহার উদ্দিন ডিগ্রি কলেজের প্রভাষক হারুন অর রশিদ বলেন, দেশের পটপরিবর্তন ফলে বর্তমানে একটি উপজেলার প্রায় সকল কাজই ইউএনওদের করতে হয়। এত চাপের মধ্যেও স্যার সকল কাজই সুশৃঙ্খলভাবে করে যাচ্ছেন।। আর ওনার কাছে যেকোন মানুষ অনায়াসে যেতে পারে, খুব সহজেই কাঙ্ক্ষিত সেবা পেতে পারে।। স্যার আসলেই ভালো মানুষ। লালমোহন বাজারের ব্যবসায়ী রায়হানুল ইসলাম মৃধা বলেন, যোগদানের পর থেকেই মানুষ বর্তমান ইউএনও’র খুব প্রশংসা করছেন।। আমি নিজেও একটি কাজে স্যারের কাছে গিয়ে সহজেই সমাধান পেয়েছি। এছাড়া বাজার মনিটরিং করতে আসলেও দেখি, ব্যবসায়ীদের উনি সহজেই সব বুঝিয়ে দিচ্ছেন।।

ইউএনও তৌহিদুল ইসলাম বলেন, বিসিএস প্রশাসনের ক্যাডারগণ সরকারও দেশের জনগণের নিকট দায়বদ্ধ এবং সেবা প্রদানে অঙ্গীকারবদ্ধ। সরকার পরিবর্তনের ফলে অাগের থেকে কাজের চাপ বেড়েছে ঠিকই কিন্তু এটাকে আমি চাপ বা বোঝা মনে করছি না বরং জনসাধারণকে বাড়তি সেবা দেওয়ার সুযোগ মনে করছি। এ সময়ের কাজগুলো কর্মজীবনে আমার অভিজ্ঞতা হয়ে থাকবে।

বাংলাদেশ সময়: ১৮:৪৬:০৭   ৬৮ বার পঠিত