শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪

হামাসের শীর্ষ প্রধান সিনওয়ার নিহত: ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী

প্রথম পাতা » আন্তর্জাতিক » হামাসের শীর্ষ প্রধান সিনওয়ার নিহত: ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী
শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪



হামাসের শীর্ষ প্রধান সিনওয়ার নিহত: ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী

ইসরাইলের হামলায় হামাসের শীর্ষ নেতা ইয়াহিয়া সিনওয়ার নিহত হয়েছেন বলে দাবি করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসরাইল কাৎজ। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। এতে বলা হয়, সিনওয়ারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে এক বিবৃতিতে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন- ৭ অক্টোবর ইসরাইলে হামলার অন্যতম ‘মাস্টারমাইন্ড’ ছিলেন সিনওয়ার। হামাসের এই শীর্ষ নেতার হত্যা ইসরাইলি সেনাদের বড় কৃতিত্ব হিসেবে বর্ণনা করেছেন কাৎজ। তিনি বলেছেন, এটি ইসরাইলের জন্য সামরিক ও নৈতিক অর্জন। তবে এখন পর্যন্ত সিনওয়ারের মৃত্যুর বিষয়ে কিছু জানায়নি হামাস। বৃহস্পতিবার গাজা উপত্যকার একটি স্কুলে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। এতে কমপক্ষে ২৮ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। স্কুলটি বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছিল।

বাংলাদেশ সময়: ৬:১১:২৯   ৬০ বার পঠিত