সুপ্রিম কোর্টের আপিল বিভাগে দুটি ও হাইকোর্ট বিভাগে বিচারকার্য পরিচালনার জন্য ৫৪টি বেঞ্চ পুনর্গঠন করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। এসব বেঞ্চে আগামী রোববার থেকে বিচারকাজ শুরু হবে।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) এক আদেশে প্রধান বিচারপতি এসব বেঞ্চ গঠন করেন। সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে বিচারিক এখতিয়ারসহ বেঞ্চের তালিকা প্রকাশ করা হয়েছে।
দীর্ঘ দেড় মাসের অবকাশকালীন ছুটি শেষে আগামী ২০ অক্টোবর সুপ্রিম কোর্ট খুলছে। ওই দিন থেকে আপিল বিভাগের দুটি বেঞ্চে এবং হাইকোর্ট বিভাগের ৫৪টি বেঞ্চে বিচারকাজ শুরু হবে।
বাংলাদেশ সময়: ৫:৫৮:১২ ৭০ বার পঠিত