মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪

থানায় আত্মসমর্পণ করলেন ঢাকা জেলা যুবলীগের আহ্বায়ক মিজান

প্রথম পাতা » প্রধান সংবাদ » থানায় আত্মসমর্পণ করলেন ঢাকা জেলা যুবলীগের আহ্বায়ক মিজান
মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪



থানায় আত্মসমর্পণ করলেন ঢাকা জেলা যুবলীগের আহ্বায়ক মিজানপটুয়াখালীর মহিপুর থানায় আত্মসমর্পণ করেছেন ঢাকা জেলা যুবলীগের আহ্বায়ক মিজানুর রহমান ওরফে জিএস মিজান (৫৬)। মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকেলে তিনি আত্মসমর্পণ করেন বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম।

পুলিশ সূত্রে জানা যায়, সাভারে ছাত্র-জনতার আন্দোলনে হামলা ও হত্যার ঘটনায় দায়ের করা ৭টি মামলার আসামি মিজানুর রহমান। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সাভার ছেড়ে আত্মগোপন চলে যান তিনি।

মহিপুর থানার ওসি তরিকুল ইসলাম বলেন, আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে থানায় আসেন মিজানুর রহমান। এ সময় তিনি নিজেকে ঢাকা জেলা যুবলীগের আহ্বায়ক পরিচয় দিয়ে নিরাপত্তাজনিত কারণ উল্লেখ করে আত্মসমর্পণ করেন। পরে সাভার থানায় যোগাযোগ করে তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে বলে নিশ্চিত হই। মামলাগুলোর মধ্যে হত্যা মামলাও রয়েছে। এরপর তাকে গ্রেফতার দেখিয়ে হেফাজতে নেয়া হয়। সাভার থানা পুলিশকে দ্রুত আসামিকে তাদের জিম্মায় নিতে বলা হয়েছে। আপাতত মিজানুর রহমান থানা হেফাজতে রয়েছেন।

বাংলাদেশ সময়: ২৩:২৩:২৩   ৮২ বার পঠিত