বুধবার, ৯ অক্টোবর ২০২৪

একদিনে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১০৩৩ জন

প্রথম পাতা » প্রধান সংবাদ » একদিনে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১০৩৩ জন
বুধবার, ৯ অক্টোবর ২০২৪



একদিনে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১০৩৩ জন

গত ২৪ ঘণ্টায় সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১৯৬ জনে। গত একদিনে হাসপাতালে ভর্তি হয়েছে ১০৩৩ ডেঙ্গু রোগী।
বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ১০৩৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায়ই ৪২৭ জন রয়েছেন। এছাড়া ঢাকা বিভাগে ২০৪ জন, বরিশালে ৮৬ জন, চট্টগ্রাম বিভাগে ১৩১ জন, খুলনায় ৮৫ জন, ময়মনসিংহে ৩২ জন, রাজশাহীতে ৫৯ জন, রংপুর বিভাগে ৭ জন, সিলেট বিভাগে ৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

চলতি বছরের ১লা জানুয়ারি থেকে ৯ই অক্টোবর পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৩৯ হাজার ৮২২ জন। যাদের মধ্যে ৬৩ দশমিক ৩ শতাংশ পুরুষ এবং ৩৬ দশমিক ৭ শতাংশ নারী। ১লা জানুয়ারি থেকে ৯ই অক্টোবর পর্যন্ত মৃত ১৯৬ জনের মধ্যে ৫০ শতাংশ নারী এবং ৫০ শতাংশ পুরুষ।

বাংলাদেশ সময়: ২২:৩৯:২২   ২৭ বার পঠিত