কোভিডে আক্রান্ত রোগীদের নিয়ে নতুন তথ্য দিয়েছে বৃটেনের একদল বিজ্ঞানী। তারা বলছেন, কোভিডের সংক্রমণ মস্তিষ্কের ‘নিয়ন্ত্রণ সেন্টারে’ গুরুতর প্রদাহ সৃষ্টি করতে পারে। ফলত রোগী দীর্ঘমেয়াদি শ্বাসকষ্ট, ক্লান্তিসহ নানা জটিল রোগে আক্রান্ত হতে পারেন। এ খবর দিয়েছে অনলাইন দ্য গার্ডিয়ান। এতে বলা হয়, মহামারির প্রাথমিক সময়ে কোভিডে আক্রান্ত ৩০ জন রোগীর এমআরআই স্ক্যান করে এ তথ্য জানতে পেরেছে বিজ্ঞানীরা। তারা বলছেন, রোগীর শরীরে ভ্যাকসিন প্রয়োগের আগে তাদের মস্তিষ্কে প্রদাহের লক্ষণ পাওয়া গেছে। যার ফলে কোভিডে আক্রান্ত রোগীর শ্বাস-প্রশ্বাস, হৃদস্পন্দন এবং রক্তের মতো শরীরের গুরুত্বপূর্ণ উপাদানেও এর নেতিবাচক প্রভাব পড়তে পারে। স্ক্যানের কপি পরীক্ষা-নিরীক্ষা করে বিজ্ঞানীরা বলেছে, গুরুতর কোভিড সংক্রমণ মস্তিষ্কের ইমিউন সিস্টেমকে উস্কে দিতে পারে, যাতে ব্রেইনস্টেমের দৈর্ঘ বাড়তে পারে। হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার কয়েক মাস পরেও রোগীরা এমন সমস্যা টের পেতে পারেন।
এ বিষয়ে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের নিউরোবায়োলজিস্ট ড. ক্যাটারিনা রুয়া বলেছেন, আমরা শ্বাস-প্রশ্বাসের সাথে যুক্ত মস্তিষ্কের যে অংশগুলো পরীক্ষা করেছি তাতে দেখা যাচ্ছে কোভিড-১৯ মহামারিতে আক্রান্ত রোগীর মস্তিষ্কে প্রদাহের সম্ভাবনা রয়েছে। যার ফলে রোগীর শ্বাসকষ্ট সহ আরও বেশ কয়েকটি রোগে আক্রান্ত হতে পারেন। কোভিড বিশ্বব্যাপী মহামারি আকারে ছড়িয়ে পড়ার আগেই গবেষক এবং জনস্বাস্থ্য কর্মকর্তারা এই প্রকল্পটি চালু করেছিলেন। কোভিডের চরম মুহূর্তে বৃটেন এবং স্কটল্যান্ডের ২০ লাখের বেশি মানুষ এতে আক্রান্ত হন। এছাড়া বিশ্বব্যাপী কোভিডের শিকার হন লাখ লাখ মানুষ। এতে বহু মানুষের প্রাণহানি ঘটেছিল। কোভিডে আক্রান্ত অনেকেই শ্বাসকষ্ট এবং ক্লান্তির কথা জানিয়েছেন। রোগীর এসব লক্ষণের জন্য মস্তিষ্কের প্রদাহ দায়ী হতে পারে বলে মনে করছেন চিকিৎসা বিজ্ঞানীরা।
বাংলাদেশ সময়: ২২:৪৫:১৩ ৮৩ বার পঠিত