মৌলভীবাজারের জুড়ী থানা পুলিশের উদ্যোগে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ সেপ্টেম্বর) “পুলিশ ও জনগনের মধ্যে পারস্পরিক সম্পর্ক “এই প্রতিপাদ্য নিয়ে থানার হলরুমে এ মত বিনিময় সভা (ওপেন হাউজ ডে) অনুষ্ঠিত হয়।
জুড়ী থানার ওসি মোশাররফ হোসেন এর সভাপতিত্বে ও পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবিরের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) দীপংকর ঘোষ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাসুক মিয়া, ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাশ, জায়ফর নগর ইউনিয়নের চেয়ারম্যান হাজী মাছুম রেজা, সাগরনাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর নূর, পশ্চিম জুড়ী ইউনিয়নের চেয়ারম্যান আনফর আলী, পূর্ব জুড়ী ইউনিয়নের চেয়ারম্যান রুয়েল উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম কাজল, পূর্ব জুড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল কাদির, জায়ফর নগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল কাদির দারা, কামিনীগন্জ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি হাজী কামাল হোসেন, সাধারন সম্পাদক নুরুল আম্বিয়া, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অরুন চন্দ্র দাস, পূজা উদযাপন পরিষদের সভাপতি সিতাংশু শেখর দাস, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম, সাধারন সম্পাদক তাজুল ইসলাম, ট্রাক ও ট্র্যাংকলরী শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক আব্দুল আজিজ, ইউপি সদস্য সিরাজুল ইসলাম, ইউপি সদস্য ও সাংবাদিক জাকির হোসেন মনির,
বাংলাদেশ সময়: ১৫:১৫:১৬ ১৩১ বার পঠিত