শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪

সাবেক মন্ত্রী সাধন চন্দ্র গ্রেপ্তার

প্রথম পাতা » জাতীয় » সাবেক মন্ত্রী সাধন চন্দ্র গ্রেপ্তার
শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪



সাবেক মন্ত্রী সাধন চন্দ্র গ্রেপ্তার

সাবেক খাদ্যমন্ত্রী ও নওগাঁ-১ আসনের সাবেক সংসদ সদস্য সাধন চন্দ্র মজুমদারকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে নিয়ে যাওয়া হয় রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে।

ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ শাখার উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সাধন চন্দ্র মজুমদারের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে। সেসব মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হবে।

বাংলাদেশ সময়: ১:২৬:৫৪   ৩৮ বার পঠিত