সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪

লালমোহনে বসতঘর ফাঁকা পেয়ে টাকা-স্বর্ণালঙ্কার লুটে নিলো চোরচক্র

প্রথম পাতা » সারাদেশ » লালমোহনে বসতঘর ফাঁকা পেয়ে টাকা-স্বর্ণালঙ্কার লুটে নিলো চোরচক্র
সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪



---



লালমোহন (ভোলা) প্রতিনিধি:



ভোলার লালমোহন উপজেলায় রাতের আঁধারে ফাঁকা বসতঘরে হানা দিয়ে নগদ টাকা, স্বর্ণালঙ্কার এবং বিভিন্ন ব্যাংকের চেক বই নিয়ে গেছে চোরচক্র। রোববার রাতে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কলেজপাড়া এলাকার ব্যবসায়ী মো. মাইন উদ্দিনের বসতঘরে এ ঘটনা ঘটে। এ সময় চোরচক্র বসতঘরে থাকা নগদ অন্তত ১০ লাখ টাকা, ৫ ভরি স্বর্ণালঙ্কার এবং ৪টি ব্যাংকের চেক বই নিয়ে যায়।

ভুক্তভোগী ব্যবসায়ী মো. মাইন উদ্দিন জানান, নিজের অসুস্থতার কারণে ডাক্তার দেখাতে ঢাকায় যাই। যার জন্য আমার স্ত্রী-সন্তান শ্বশুর বাড়িতে বেড়াতে যায়। এ সময় বসতঘরটি ফাঁকা পড়ে থাকে। বসতঘরে আমার ব্যবসায়ীক ৯ লাখ, স্ত্রীর ১ লাখ টাকা, ৫ ভরি স্বর্ণালঙ্কার এবং বিভিন্ন ব্যাংকের চেক বই ছিল। তবে রোববার রাতের কোনো এক সময় চোরচক্র ঘরের ভ্যান্টিলেটর ভেঙে এসব টাকা, স্বর্ণালঙ্কার এবং চেক বইগুলো নিয়ে যায়। সোমবার সকালে আমার ছেলে-মেয়ে তাদের নানা বাড়ি থেকে স্কুলে আসে। বিরতির সময় তারা স্কুল থেকে গিয়ে ঘরে প্রবেশ করে দেখে ভেতরের সব মালামাল ছড়িয়ে-ছিঁটিয়ে পড়ে রয়েছে। এরপর তারা বিষয়টি সকলকে জানায়। পরে আমার স্ত্রী ঘরে গিয়ে খুঁজে দেখেন ঘরের সকল টাকা, স্বর্ণালঙ্কার এবং ব্যাংকের চেক বইগুলো নেই।

এ বিষয়ে লালমোহন  থানার ওসি আবু সাহাদাৎ মো. হাচনাইন পারভেজ বলেন, এ ঘটনায় থানায় কেউ কোনো অভিযোগ করেননি। তবে অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ২০:২৫:২৮   ৬৫ বার পঠিত