লালমোহনে বসতঘর ফাঁকা পেয়ে টাকা-স্বর্ণালঙ্কার লুটে নিলো চোরচক্র

প্রথম পাতা » সারাদেশ » লালমোহনে বসতঘর ফাঁকা পেয়ে টাকা-স্বর্ণালঙ্কার লুটে নিলো চোরচক্র
সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪



---



লালমোহন (ভোলা) প্রতিনিধি:



ভোলার লালমোহন উপজেলায় রাতের আঁধারে ফাঁকা বসতঘরে হানা দিয়ে নগদ টাকা, স্বর্ণালঙ্কার এবং বিভিন্ন ব্যাংকের চেক বই নিয়ে গেছে চোরচক্র। রোববার রাতে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কলেজপাড়া এলাকার ব্যবসায়ী মো. মাইন উদ্দিনের বসতঘরে এ ঘটনা ঘটে। এ সময় চোরচক্র বসতঘরে থাকা নগদ অন্তত ১০ লাখ টাকা, ৫ ভরি স্বর্ণালঙ্কার এবং ৪টি ব্যাংকের চেক বই নিয়ে যায়।

ভুক্তভোগী ব্যবসায়ী মো. মাইন উদ্দিন জানান, নিজের অসুস্থতার কারণে ডাক্তার দেখাতে ঢাকায় যাই। যার জন্য আমার স্ত্রী-সন্তান শ্বশুর বাড়িতে বেড়াতে যায়। এ সময় বসতঘরটি ফাঁকা পড়ে থাকে। বসতঘরে আমার ব্যবসায়ীক ৯ লাখ, স্ত্রীর ১ লাখ টাকা, ৫ ভরি স্বর্ণালঙ্কার এবং বিভিন্ন ব্যাংকের চেক বই ছিল। তবে রোববার রাতের কোনো এক সময় চোরচক্র ঘরের ভ্যান্টিলেটর ভেঙে এসব টাকা, স্বর্ণালঙ্কার এবং চেক বইগুলো নিয়ে যায়। সোমবার সকালে আমার ছেলে-মেয়ে তাদের নানা বাড়ি থেকে স্কুলে আসে। বিরতির সময় তারা স্কুল থেকে গিয়ে ঘরে প্রবেশ করে দেখে ভেতরের সব মালামাল ছড়িয়ে-ছিঁটিয়ে পড়ে রয়েছে। এরপর তারা বিষয়টি সকলকে জানায়। পরে আমার স্ত্রী ঘরে গিয়ে খুঁজে দেখেন ঘরের সকল টাকা, স্বর্ণালঙ্কার এবং ব্যাংকের চেক বইগুলো নেই।

এ বিষয়ে লালমোহন  থানার ওসি আবু সাহাদাৎ মো. হাচনাইন পারভেজ বলেন, এ ঘটনায় থানায় কেউ কোনো অভিযোগ করেননি। তবে অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ২০:২৫:২৮   ৬৪ বার পঠিত  




সারাদেশ’র আরও খবর


পূজামণ্ডপে সংগীত পরিবেশন: গ্রেপ্তার ২ জনের জামিন
থানায় আত্মসমর্পণ করলেন ঢাকা জেলা যুবলীগের আহ্বায়ক মিজান
বদলি-ওএসডি কোনো শাস্তিই না: সিনিয়র সচিব মোখলেস
বেরোবি’তে ছাত্রলীগের নেতাকর্মীদের রুম থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার
ভোলার দৌলতখানে অস্ত্র সহ আটক সন্ত্রাসী রাসেল মালতিয়া।
মমতাজসহ ৯০ জনের নামে হত্যা মামলা
রাজবাড়ীতে দূর্গাপুজা উপলক্ষে সনাতনী যুবকদের শারদ উপহার প্রদান
লালমোহনে ১৬ পূজা মন্ডপে মেজর হাফিজের অনুদান প্রদান
রাজবাড়ীতে প্রতিমা ভাংচুরের বিরুদ্ধে নাগরিক কমিটির প্রতিবাদ
জুলাই বিপ্লব আর হত্যাকাণ্ডকে ‘মিমাংসিত সত্য’ বলছেন না আলোচিত ম্যাজিস্ট্রেট উর্মি

Law News24.com News Archive

আর্কাইভ