ইসরাইলের অব্যাহত বিমান হামলায় ইতিমধ্যেই দেশজুড়ে ১০ লাখ মানুষ তাদের বসতবাড়ি থেকে পালাতে বাধ্য হয়েছে বলে জানিয়েছে লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি। তিনি বলেছেন, এটিই দেশের সবচেয়ে বৃহৎ বাস্তুচ্যুতির ঘটনা। এছাড়া ইসরাইলের সর্বশেষ বর্বর হামলায় আরও শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরও সাড়ে তিন শতাধিক বেসামরিক মানুষ। অনলাইন বিবিসি এবং আল জাজিরার খবরে এসব তথ্য উঠে এসেছে। এতে বলা হয়, দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, ইসরাইলের ক্রমাগত বোমাবর্ষণে সারাদেশে কমপক্ষে ১০৫ নিহত এবং আরও ৩৫৯ জন আহত হয়েছেন। এই হামলার বিপরীতে হিজবুল্লাহ উত্তর ইসরাইলে বেশ কয়েকটি রকেট হামলা চালিয়েছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। অন্যদিকে ইরান সমর্থিত ইয়েমেনের সশস্ত্র গ্রুপ হুতিদের লক্ষ্য করেও বিমান হামলা জোরদারের কথা জানিয়েছে ইসরাইল। হিজবুল্লাহ রোববার নিশ্চিত করেছে যে, সংগঠনের শীর্ষ সামরিক কমান্ডার আলী কারাকি এবং একজন সিনিয়র আলেম শেখ নাবিল কাওকওকে হত্যা করেছে ইসরাইলের বিমান বাহিনী।
হিজবুল্লাহকে লক্ষ্য করে হামলা অব্যাহত রাখা প্রয়োজন বলে ঘোষণা দিয়েছেন ইসরাইলের সামরিক প্রধান স্টাফ হেরজি হালেভি। সোমবার ভোরে মধ্য বৈরুতের পার্শ্ববর্তী এলাকা কোলারে পৃথক ইসরাইলি হামলায় পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অফ প্যালেস্টাইন (পিএফএলপি) এর তিন সদস্য নিহত হয়েছেন, এক বিবৃতিতে গ্রুপটি এ তথ্য নিশ্চিত করেছে। পিএফএলপি প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের সদস্য শাখা। এটি একটি জোট যা ফিলিস্তিনিদের সরকারী প্রতিনিধি হিসাবে জাতিসংঘ কর্তৃক স্বীকৃত। গোষ্ঠীটিকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইইউ উভয়ই একটি সন্ত্রাসী সংগঠন হিসাবে বিবেচনা করে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে আল জাজিরার পৃথক এক খবরে বলা হয়েছে, দক্ষিণ সিডনের কাছে আইন আল-দেলবে একটি হামলায় দুটি আবাসিক ভবনকে সম্পূর্ণ গুড়িয়ে দিয়েছে ইসরাইল। এতে ৩২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ঘটনাস্থালে আশ্রয় নেয়া অনেক বাস্তুচ্যুত পরিবারের সদস্য রয়েছে। লেবানন ইসরাইলের এই হত্যাকাণ্ডকে ‘গণহত্যা’ বলে চিন্থিত করেছে। লেবাননের প্রধানমন্ত্রী মিকাতি বলেছেন, বিমান হামলার ঢেউ বৈরুত এবং দক্ষিণ সীমান্তের এলাকাসহ দেশের অন্যান্য অংশ থেকে লোকজনকে পালিয়ে যেতে বাধ্য করেছে। স্থানীয় কর্তৃপক্ষ ক্রমবর্ধমান চাপের মধ্যে আশ্রয়কেন্দ্র এবং হাসপাতালের সবাইকে প্রয়োজনীয় সহায়তা করার জন্য লড়াই করছে বলে লেবাননের বিবিসির সংবাদদাতারা জানিয়েছেন। উদ্ভূত এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে সর্বাত্মক যুদ্ধের সম্ভাবনা দেখা দিয়েছে বলে সতর্ক করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
বাংলাদেশ সময়: ১২:০৯:৩৯ ৮৪ বার পঠিত