ঢাকায় সাবেক মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের গাড়িবহরে হামলার ঘটনায় গ্রেফতার সিয়াম হাসানের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এ ঘটনায় তার ১০ দিনের রিমান্ড চেয়েছিল পুলিশ।
আজ মঙ্গলবার ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গ্রেফতার চার্জশিটভুক্ত আসামি সিয়াম হাসানের ১০ দিনের পুলিশ রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ।
তার আগে গতকাল সোমবার সাবেক মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের গাড়িবহরে ২০১৮ সালে হামলার ঘটনায় রজ্জুকৃত মামলায় সম্পূরক চার্জশিটভুক্ত আসামি মো. সিয়াম হাসানকে মোহাম্মদপুর তাজমহল রোডের একটি বাসা থেকে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য, সিয়াম হাসান সদ্য ছাত্র-জনতার অভ্যুত্থান চলাকালে হত্যার ঘটনায় এজাহারনামীয় আসামি। তার নামে আরও মামলা রয়েছে।
বাংলাদেশ সময়: ১১:০৩:১২ ৮৩ বার পঠিত