বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩

জয়পুরহাটে রেলে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

প্রথম পাতা » শিরোনাম » জয়পুরহাটে রেলে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু
বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩



 

---

স্বপন সওদাগর,

জয়পুরহাট প্রতিনিধি,

জয়পুরহাট রেলষ্টেশন এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। বৃহস্পতিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

স্টেশন সূত্র ও স্থানীয়রা জানান, বাংলাবান্ধা থেকে রাজশাহীগামী বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেন বৃহস্পতিবার জয়পুরহাট স্টেশন অতিক্রম করছিল। এসময় প্লাটফর্মের উত্তর পার্শে চলন্ত ট্রেনে উঠার সময় ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হয়। এছাড়া আরও একজন গুরুতর আহত হন। আহত ব্যক্তিকে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে নিলে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালে রের্ফাড করেন।

জয়পুরহাট রেলষ্টেশন মাস্টার রেজাউল ইসলাম জানান, ঘটনার পর জিআরপি পুলিশকে খবর দেওয়া হয়েছে। জিআরপি পুলিশ লাশ উদ্ধার করে আইনগত ব্যবস্থা নিবেন।

বাংলাদেশ সময়: ২০:৩০:৫৩   ৩০৬ বার পঠিত