শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪

রাজবাড়ীর কালুখালিতে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু

প্রথম পাতা » সারাদেশ » রাজবাড়ীর কালুখালিতে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু
শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪



---


স্বপন বিশ্বাস, রাজবাড়ীঃ রাজবাড়ীর কালুখালিতে চুরির ঘটনায়,  গণপিটুনিতে মোঃ নাজমুল মোল্লা (৩৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সে ফরিদপুর জেলার মধুখালি থানার মৃত আহাম্মাদ মোল্লার ছেলে।


জানাগেছে, গত শুক্রবার (২০সেপ্টেম্বর)  রাত আনুমানিক পোনে দুইটার দিকে জেলার কালুখালী উপজেলায় পল্লী বিদ্যুৎ এর ট্রান্সমিটার চুরি করার সময় জনগণের হাতে ধরা পড়ে সে।


ওইসময় জনগণের গণপিটুনিতে মারাত্মক আহত হলে চোরকে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। কিন্তু কর্তব্যরত চিকিৎসকগণ তাকে মৃত বলে ঘোষণা করেন।


এ ঘটনায় কালুখালী থানার (ওসি) মো. জাহেদুর রহমান এর সাথে কথা বললে তিনি বলেন আইনগত ব্যবস্থা অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ২০:৩৫:৫৯   ১৬৭ বার পঠিত