শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪

বান্দরবানের রুমা উপজেলায় বিজিবির উদ্ধার অভিযান।

প্রথম পাতা » সারাদেশ » বান্দরবানের রুমা উপজেলায় বিজিবির উদ্ধার অভিযান।
শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪




মোহাম্মদ নাসির উদ্দীন তিজো,  বন্দরবান প্রতিনিধি:

বান্দরবানের রুমা উপজেলায় বিজিবির অভিযানে অস্ত্র-গোলাবারুদ, ড্রোন ও সিগন্যাল জ্যামারসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার (২০ সেপ্টেম্বর) আনুমানিক ১২টার পর রুমা বিজিবি ব্যাটালিয়ান ৯ এর অধিনায়ক লে. কর্নেল হাসিবুল হক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।


রুমা বিজিবি ব্যাটালিয়ান ৯ এর অধিনায়ক লে. কর্নেল হাসিবুল হক, পিপিএম, পিএসসি জানায়, জেলার রুমার দুর্গম সীমান্তবর্তী দোপানিছড়া এলাকা সংলগ্ন গহীন জঙ্গলে  পাহাড়ী সন্ত্রাসী অবস্থানের তথ্যের ভিত্তিতে বিজিবির  বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

এসময় সন্ত্রাসীদের ব্যবহৃত ২ টি অটোমেটিক কারবাইন অ্যাসল্ট রাইফেল, ১টি সেমি অটোমেটিক অ্যাসল্ট রাইফেল, ৩ টি এসবিবিএল, ২১ রাউন্ড তাজা গুলি, ১টি অত্যাধুনিক প্রযুক্তির ড্রোন, ১টি অত্যাধুনিক প্রযুক্তির সিগন্যাল জ্যামার, ১টি অডিও, ভিডিও রেকর্ডার, ১টি ভিডিও ক্যামেরা, ১টি অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর গোয়েন্দা বোতাম ক্যামেরা, ১টি শবু ডিভাইস হিডেন ভিডিও রেকর্ডার, ১টি দূরবীণ,২টি ওয়াকিটকি, ১টি ল্যাপটপ, ২টি পাওয়ারফুল লাইট, ১টি সোলার সিস্টেম, ১টি আকাশ টিভি রিসিভার ও ১টি আমব্রেলা, ২টি এন্ড্রয়েড মোবাইল, ২টি বাটন মোবাইল, দেশীয় ধারালো অস্ত্রসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।


এসময় অবজারভেশন পোস্ট, পরিখা, অস্থায়ী অস্ত্রাগার, বিশ্রামাগার, কুক হাউজ ইত্যাদির সন্ধান পাওয়া যায়, যা অভিযানে ধ্বংস করা হয়েছে।


উল্লেখ্য, বিজিবির পক্ষ থেকে আস্তানাটি পাহাড়ের কোন সশস্ত্র সংগঠনের এটি নিশ্চিত না করলেও  আস্তানাটি পাহাড়ের সশস্ত্র সংগঠন কুকি চীন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)এর হতে পারে বলে ধারণা করা হচ্ছে  ।

বাংলাদেশ সময়: ১৪:৫৭:২০   ১৬ বার পঠিত