শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪

যৌথ অভিযানে ১৫ দিনে ১৮৫ অস্ত্র উদ্ধার, গ্রেফতার ৮৪

প্রথম পাতা » জাতীয় » যৌথ অভিযানে ১৫ দিনে ১৮৫ অস্ত্র উদ্ধার, গ্রেফতার ৮৪
শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪



যৌথ অভিযানে ১৫ দিনে ১৮৫ অস্ত্র উদ্ধার, গ্রেফতার ৮৪

অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথবাহিনীর চলমান অভিযানে সারাদেশে গত ১৫ দিনে ১৮৫টি অস্ত্র উদ্ধার করা হয়েছে। তাছাড়া ৮৪ জনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা যায়।

গতকাল বুধবার (১৮ সেপ্টেম্বর) পর্যন্ত উদ্ধারকৃত এসব অস্ত্রগুলোর মধ্যে রয়েছে, ১১টি রিভলবার, ৫৬টি পিস্তল, ১১টি রাইফেল, ২৫টি শটগান, ৫টি পাইপগান, ২০টি শুটারগান, ১৩টি এলজি, ২৫টি বন্দুক, ১টি একে-৪৭, ২টি গ্যাসগান, ১টি চাইনিজ রাইফেল, ৩টি এয়ারগান, ৪টি এসবিবিএল, ৪টি এসএমজি, ২টি টিয়ার গ্যাস লঞ্চার ও ২টি থ্রি-কোয়াটার।

বাংলাদেশের সশস্ত্র বাহিনী, পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, কোস্ট গার্ড এবং র‍্যাব এসব যৌথ অভিযান পরিচালনা করে।

প্রসঙ্গত, গত ৪ সেপ্টেম্বর থেকে অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান শুরু করে যৌথ বাহিনী। এর আগে ৩ সেপ্টেম্বরের মধ্যে পুলিশের লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদ জমা দেয়ার নির্দেশ দেয় পুলিশ সদর দফতর। ওই সময়ের মধ্যে জমা না দিলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে বলেও জানানো হয়।

গত ৩ সেপ্টেম্বর পুলিশ সদর দফতর থেকে পাঠানো খুদেবার্তায় জানানো হয়, বৈষম্যবিরোধী আন্দোলন ঘিরে দেশের বিভিন্ন থানা থেকে লুট হওয়া পুলিশের দুই হাজার ৬৬টি অস্ত্র উদ্ধার হয়নি। এছাড়াও তিন লাখ ২০ হাজার ৬৬০টি গুলি, আট হাজার ৯০৫টি টিয়ারগ্যাস সেল, দুই হাজার ৫৭৬টি সাউন্ড গ্রেনেড, ৭৫১টি টিয়ারগ্যাস গ্রেনেড উদ্ধার হয়নি বলেও জানানো হয়।

বাংলাদেশ সময়: ৫:০৮:১৯   ৫৬ বার পঠিত