বাগেরহাট জেলা আইনজীবী সমিতির সভাপতি আজাদ ফিরোজ, সাধারণ সম্পাদক মো. আলতাফ হোসেনসহ কার্যনির্বাহী কমিটির সব সদস্য পদত্যাগ করেছেন।
গত বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে কমিটির ১৫ সদস্যই পদত্যাগ করেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে তারা একযোগে পদত্যাগ করেছেন বলে জেলা আইনজীবী সমিতির সদ্য সাবেক সাধারণ সম্পাদক মো আলতাফ হোসেন জানিয়েছেন।
প্রাপ্ত পদত্যাগ পত্র থেকে জানা যায়, আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট ড. একে আজাদ ফিরোজ টিপু, জুনিয়র সহসভাপতি মো. সলিমুল্লাহ শেখ সেলিম, সহকারী সম্পাদক ফকির মো. নওরেসুজ্জামান (লালন), মোহাম্মদ মোসলেহ উদ্দিন, নির্বাহী সদস্য মোহাম্মদ রেজওনুর রহমান, সুমন কুমার সিংহ, তামান্না রহমান শশী, রুকসানা পারভীন রুপা, রীমা খাতুন বৃহস্পতিবার দুপুরে সাধারণ সম্পাদক বরাবর পদত্যাগপত্র জমা দেন।
অপরদিকে, আইনজীবী সমিতির সিনিয়র সহসভাপতি আব্দুর রহমান হাওলাদার, সাধারণ সম্পাদক মো. আলতাফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক কুহেলি পারভীন সভাপতি বরাবর পদত্যাগপত্র জমা দেন।
আজাদ ফিরোজ বলেন, ‘দুপুরে আমি পদত্যাগ করেছি। কার্যনির্বাহী কমিটির সব সদস্যই পদত্যাগ করেছেন।’
কমিটির সবার পদত্যাগের পর জরুরি ভিত্তিতে সমিতির সভা ডেকে প্রবীণ আইনজীবী মাহফুজুর রহমানকে আহ্বায়ক করে এক সদস্যবিশিষ্ট কমিটি করা হয়েছে। আহ্বায়ক আগামী মঙ্গলবারের মধ্যে সমিতির সাধারণ সভা ডেকেছেন।
জেলা আইনজীবী সমিতি সূত্রে জানা যায়, ২০১৯ সালে প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে বাগেরহাট জেলা আইনজীবী সমিতির এই কমিটি গঠন করা হয়। ওই নির্বাচনের মাধ্যমে একে আজাদ ফিরোজ টিপুর নেতৃত্বে কার্যনির্বাহী কমিটি গঠন হয়।
পরে করনাকালীন কমিটির মেয়াদ এক বছর বৃদ্ধি করা হয়। এরপরে আর কোনও নির্বাচন হয়নি। প্রতিবারই রেজল্যুশন করে কমিটির মেয়াদ বাড়ানো হয়েছে। সর্বশেষ রেজল্যুশন অনুযায়ী বর্তমান কমিটির মেয়াদ ছিল ২০২৫ সালের জুন মাস পর্যন্ত।
বাংলাদেশ সময়: ২২:৩০:০০ ৯২ বার পঠিত