দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের ২৭ জন আইনজীবীকে আপিল বিভাগের সিনিয়র অ্যাডভোকেট হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
আজ সোমবার (২৫ সেপ্টেম্বর) আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান সাক্ষরিত এক স্মারক থেকে এ তথ্য জানা যায়।
সভায় প্রত্যেক সদস্যের স্বতন্ত্র মতামতের ভিত্তিতে এসব আইনজীবীকে আপীল বিভাগের সিনিয়র অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্তির সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়াও সভায় প্রত্যেক সদস্যের স্বতন্ত্র মতামতের ভিত্তিতে আপীল বিভাগের জ্যেষ্ঠ আইনজীবী হতে ১২০ জনের করা আবেদন স্থগিত রাখা রয়েছে।
আপীল বিভাগের সিনিয়র অ্যাডভোকেট হিসেবে অন্তর্ভুক্ত হওয়া আইনজীবীদের তালিকা দেখতে এখানে ক্লিক করুন ।
আপিল বিভাগের সিনিয়র অ্যাডভোকেটদের মধ্যে রয়েছেন অবসরপ্রাপ্ত বিচারপতি মো. মিফতাহ উদ্দিন চৌধুরী, মো. আসাদুজ্জামান, একেএম ফজলুল হক খান ফরিদ, মো. রুহুল কুদ্দুস, শাহ মঞ্জুরুল হক, জেড আই খান পান্নাসহ ২৭ জন।
জানা গেছে, গত ৯ সেপ্টেম্বর প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর সভাপতিত্বে আপীল বিভাগের এনরোলমেন্ট কমিটির সভা অনুষ্ঠিত হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন- আপীল বিভাগের বিচারপতি ওবায়দুল, বিচারপতি বোরহান উদ্দিন, বিচারপতি এম. ইনায়েতুর রহিম, বিচারপতি মো. আশফাকুল ইসলাম, বিচারপতি আবু জাফর সিদ্দিকী এবং বিচারপতি জাহাঙ্গীর হোসেন।
বাংলাদেশ সময়: ১২:১০:৪৭ ২৯৮ বার পঠিত