শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪

‘অন্তর্বর্তী সরকার সাংবিধানিকভাবে বৈধ’

প্রথম পাতা » অন্তবর্তীকালীন সরকার » ‘অন্তর্বর্তী সরকার সাংবিধানিকভাবে বৈধ’
শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪



‘অন্তর্বর্তী সরকার সাংবিধানিকভাবে বৈধ’

সাংবিধানিকভাবে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার বৈধ বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

বৃহস্পতিবার দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

আসাদুজ্জামান বলেন, সরকার গঠনের আগে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ থেকে লিখিত বৈধতা দেওয়া হয়েছে অন্তর্বর্তী সরকার। এখন পর্যন্ত সংবিধান অনুসারেই সরকার সব কাজ করছে।

এছাড়া সংবিধানের ৭০ অনুচ্ছেদ ক্ষমতার ভারসাম্য নষ্ট করেছে বলেও মন্তব্য করেন রাষ্ট্রের প্রধান এই আইন কর্মকর্তা।

‘ব্যক্তিগতভাবে চাই এই অনুচ্ছেদের সংস্কার হোক। তাহলে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা আর জেঁকে বসতে পারবে না।’

রাষ্ট্র সংস্কারের জন্য যে ছয়টি কমিশন গঠন করা হয়েছে তাতে মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে বলেও জানান তিনি।

আসাদুজ্জামান জানান, শাসন, আইন ও বিচার বিভাগের মধ্যে ভারসাম্য আনতে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ২:৪৩:১৯   ৪৭ বার পঠিত