বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪

র‍্যাবের হাতে গ্রেপ্তার সাবেক ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া

প্রথম পাতা » জাতীয় » র‍্যাবের হাতে গ্রেপ্তার সাবেক ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া
বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪



সাবেক ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া

রাজধানীর মহাখালী থেকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার আছাদুজ্জামান মিয়াকে গ্রেফতার করেছে র‍্যাব। বুধবার (১১ সেপ্টেম্বর) রাতে তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বাহিনীটি।

রাজধানীর খিলগাঁও থানায় ২০১৫ সালে ছাত্রদল নেতা জনি হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। গত ২ সেপ্টেম্বর জনির বাবা ইয়াকুব আলী মামলাটি দায়ের করেন।

প্রসঙ্গত, ২০১৫ সালের জানুয়ারিতে ডিএমপির কমিশনার হিসেবে যোগদান করেন আছাদুজ্জামান মিয়া। চার বছর আট মাস ডিএমপি কমিশনারের দায়িত্ব পালনের পর ২০১৯ সালের আগস্টে অবসরে যান তিনি। এর কয়েকদিন পর তাকে একই পদে একমাসের চুক্তিতে নিয়োগ দেয় সরকার। এরপর ২০১৯ সালের ৩ সেপ্টেম্বর তিন বছরের জন্য জাতীয় নিরাপত্তা সেলের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তাকে নিয়োগ দেয়া হয়। ২০২২ সালের সেপ্টেম্বরে তার চুক্তির মেয়াদ শেষ হয়।

বাংলাদেশ সময়: ২:৪৯:১৯   ১৯ বার পঠিত