বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪

সাইবার নিরাপত্তাসহ কালো আইনের তালিকা হচ্ছে

প্রথম পাতা » জাতীয় » সাইবার নিরাপত্তাসহ কালো আইনের তালিকা হচ্ছে
বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪



সাইবার নিরাপত্তাসহ কালো আইনের তালিকা হচ্ছে

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে করা সব আইনের তালিকা করেছে সরকার। এসব আইন বাতিল অথবা প্রযোজ্য ক্ষেত্রে শিগগিরই সংশোধন করা হবে বলে জানান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এসব কথা বলেন ড. মুহাম্মদ ইউনূস।

প্রধান উপদেষ্টা বলেছেন, সন্ত্রাস দমন আইন ও ডিজিটাল/সাইবার নিরাপত্তা আইনে করা মিথ্যা ও হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহার করা হচ্ছে।

তিনি আরও বলেন, সাইবার নিরাপত্তা আইনসহ বাংলাদেশে বিদ্যমান সব কালো আইনের তালিকা করা হয়েছে। অতিসত্বর এসব কালো আইন বাতিল ও প্রযোজ্য ক্ষেত্রে সংশোধন করা হবে।

ড. ইউনূস বলেন, সম্প্রতি আমরা বলপূর্বক গুম থেকে সব ব্যক্তির সুরক্ষার জন্য আন্তর্জাতিক কনভেনশন সনদে স্বাক্ষর করেছি। ফলে স্বৈরাচার দ্বারা প্রতিষ্ঠিত ‘গুম সংস্কৃতি’র সমাপ্তি ঘটানোর জন্য আন্তর্জাতিকভাবে প্রতিজ্ঞাবদ্ধ হলাম।

বাংলাদেশ সময়: ২:২৪:৩০   ১৯ বার পঠিত