‘ইসরাইলের ঔদ্ধত্য, দস্যুতা এবং রাষ্ট্রীয় সন্ত্রাস’ বন্ধে ইসলামিক দেশগুলোর একটি জোট গঠনের ডাক দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান। শুক্রবার পশ্চিমতীরে ইসরাইলের বসতি সম্প্রসারণের প্রতিবাদে বিক্ষোভে অংশ নিয়েছিলেন তুরস্কের বংশোদ্ভূত মার্কিন এক নারী। তাকে ইসরাইলি সেনারা গুলি করে হত্যা করেছে। এ বিষয়টি ফিলিস্তিন ও তুর্কি কর্মকর্তারা আলোচনার পর এরদোগান ওই মন্তব্য করেন। ইস্তাম্বুলের কাছে ইসলামিক স্কুলগুলোর একটি এসোসিয়েশনে বক্তব্য রাখছিলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, সম্প্রসারণবাদের ক্রমবর্ধমান হুমকির বিরুদ্ধে সংহতি জানানোর একটি ঐক্য গড়ে তোলার জন্য মিশর ও সিরিয়ার সঙ্গে সম্প্রতি সম্পর্ক উন্নত করার কিছু পদক্ষেপ নিয়েছে তুরস্ক।
তিনি বলেন, এই সম্প্রসারণবাদের হুমকিতে রয়েছে লেবানন এবং সিরিয়াও। তবে এরদোগানের এমন আহ্বানের জবাবে ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী ইসরাইল কাটজ বলেছেন, তার হামাস বন্ধুদের পক্ষে নিজের দেশের মানুষকে ঘৃণা ও সহিংসতার আগুনের দিকে ঠেলে দিচ্ছেন তুর্কি প্রেসিডেন্ট। সম্প্রসারণবাদ নিয়ে এরদোগান যে মন্তব্য করেছেন তাকে তিনি মিথ্যা ও উস্কানিমূলক বলে অভিহিত করেন। এ খবর দিয়েছে অনলাইন জি নিউজ।
বাংলাদেশ সময়: ৭:৫৭:২০ ৬৫ বার পঠিত