সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪

ভোলার লালমোহনে উপজেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটি গঠন

প্রথম পাতা » সারাদেশ » ভোলার লালমোহনে উপজেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটি গঠন
সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪



---


এম রিয়াজ উদ্দিন,  লালমোহন ( ভোলা) প্রতিনিধি :        ভোলার লালমোহন উপজেলা ক্রীড়া সংস্থার সাত সদস্য বিশিষ্ট এ্যাডহক কমিটি গঠন করা হয়েছে।

রবিবার  (৮ সেপ্টেম্বর) লালমোহন উপজেলা  নির্বাহী অফিসারকে আহ্বায়ক (পদাধিকার বলে)  এবং লালমোহন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তাকে সদস্য সচিব ( পদাধিকার বলে) করে সাত সদস্য বিশিষ্ট  এ আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। আহ্বায়ক কমিটির বাকী  ৫ জন সদস্য হলেন মোঃ  মুছা কালিমুল্লা(ক্রীড়া সম্পৃক্ত ব্যাক্তি),জোবায়দুর হাসনাত ইভান(ক্রীড়া সম্পৃক্ত  ব্যাক্তি), জাহিদুল ইসলাম নোমান পাটওয়ারী (বিশিষ্ট ক্রীড়ানুরাগী),মেহেরব হোসেন অপি ( ক্রীড়া সম্পৃক্ত  ছাত্র প্রতিনিধি), মোঃ শহিদুল ইসলাম হাওলাদার ( ক্রীড়া সাংবাদিক)। এদিকে নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন লালমোহনে উপজেলার ক্রীড়া প্রেমী জনগন।

বাংলাদেশ সময়: ১০:৫৫:২২   ৫৮ বার পঠিত