সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩

কোটি টাকা আত্মসাৎ:মাদারীপুর বনিক সমিতির নেতার বিরুদ্ধে ঝাড়ু মিছিল

প্রথম পাতা » সারাদেশ » কোটি টাকা আত্মসাৎ:মাদারীপুর বনিক সমিতির নেতার বিরুদ্ধে ঝাড়ু মিছিল
সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩



 

---

মোঃ বোরহান,

মাদারীপুর প্রতিনিধি,

মাদারীপুর ২৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগে বনিক সমিতির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম তুষার ভুঁইয়ার বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেছেন ব্যবসায়ী ও এলাকাবাসী।

শনিবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে শহরের পুরাণবাজার থেকে একটি মিছিল বের হয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক প্রদক্ষিণ শেষে মেলবোন প্লাজার সামনে গিয়ে শেষ হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশ করেন বিক্ষুব্ধরা। এরআগে বনিক সমিতির নেতার কুশপুত্তলিকা দাহ করে প্রতিবাদ জানান তারা।

ব্যবসায়ীরা জানান, পাওনা টাকা চাওয়ায় উল্টো অভিযুক্ত বনিক সমিতির সাধারণ সম্পাদক মাদারীপুরের আদালতে একটি মামলা দিয়ে ব্যবসায়ীদের হয়রানি করেছেন। এরইমধ্যে অভিযুক্তের দায়ের করা মামলার সত্যতা না পেয়ে খারিজও করে দিয়েছেন আদালত।

সংক্ষিপ্ত সমাবেশে ব্যবসায়ীরা অভিযোগ করে বলেন, সম্প্রতি ব্রিটিশ অ্যামেরিকান টোব্যাকো লিমিটেড কোম্পানির সিগারেট কিনতে মেসার্স লুবনা ট্রেডাে সত্ত্বাধিকারী মনিরুল ইসলাম তুষার ভূঁইয়াকে তিন ব্যবসায়ী ২৬ কোটি টাকা দেন। পরে টাকা কিংবা সিগারেট না দিলে কয়েক দফায় পাওনা টাকা আদায়ে ব্যর্থ হন ওই তিন ব্যবসায়ী। তাদের টাকা পরিশোধের কথা বলা হলে মনিরুল ইসলাম তুষার ভূঁইয়া তিন ব্যবসায়ী পাওনা অর্থের সমপরিমান চেক প্রদান করেন। যা ব্যাংক থেকে প্রত্যাখ্যান করেন।

বাংলাদেশ সময়: ১৬:০১:৩০   ৮৮ বার পঠিত