লালমোহন (ভোলা) প্রতিনিধি ঃ
ভোলার লালমোহনে ইসলামী আন্দোলন বাংলাদেশের গনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল তিনটায় লালমোহন বাজারের হাফিজ উদ্দিন এ্যাভিনিউতে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সাধারণ সম্পাদক মুফতি আলী আজগর মাহমুদের সঞ্চালনায় ও উপজেলা সভাপতি হাফেজ মাওলানা রাশেদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম। গনসমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা উত্তর সভাপতি মাওলানা আতাউর রহমান মমতাজি,জেলা দক্ষিণ সভাপতি আলহাজ্ব আলাউদ্দিন তালুকদার, জেলা যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি আব্দুল মুমিন, ইসলামী যুব আন্দোলন ভোলা জেলার সভাপতি মাওলানা আব্বাস উদ্দিন, ইসলামিক শ্রমিক আন্দোলন ভোলা জেলা দক্ষিণ সাধারণ সম্পাদক মাওলানা নজিবুল্লাহ সরকার, ইসলামী ছাত্র আন্দোলন ভোলা জেলা দক্ষিন সভাপতি মোহাম্মদ আলী আজগর প্রমুখ। সভায় বক্তারা জুলাই গণহত্যার বিচার, দুর্নীতিবাজদের বিচার ও সম্পদ বাজেয়াপ্ত করা, নির্বাচন ব্যবস্থার সংস্কার সহ আল কোরআনের আলোকে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার সংগ্রামে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান ।
বাংলাদেশ সময়: ২৩:২৮:৩৯ ৭৬ বার পঠিত