শনিবার, ৭ সেপ্টেম্বর ২০২৪

ভোলার লালমোহনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদী মার্চ অনুষ্ঠিত

প্রথম পাতা » সারাদেশ » ভোলার লালমোহনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদী মার্চ অনুষ্ঠিত
শনিবার, ৭ সেপ্টেম্বর ২০২৪



---

এম রিয়াজ উদ্দিন,  লালমোহন ( ভোলা) প্রতিনিধি: স্বৈরাচার সরকার পতনের  এক মাস পূর্তি ও ছাত্র - জনতার  গণঅভ্যুত্থানে নিহত শহীদদের স্মরণে ভোলার লালমোহনে “শহীদী মার্চ” অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় লালমোহন সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে  শহীদী মার্চের পদযাত্রা শুরু করেন শিক্ষার্থীরা। এতে লালমোহন পৌরসভা ও উপজেলার বিভিন্ন কলেজ, কারিগরি, মাদরাসা ও স্কুলের শিক্ষার্থীরা  অংশগ্রহণ করেন৷

মার্চটি লালমোহন সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে  শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে চৌরাস্তা মোড়ে সংক্ষিপ্ত  সমাবেশের মাধ্যমে সমাপ্ত হয়।


এ সময়  বক্তব্য রাখেন মো. অামিনুল ইসলাম বুলবুল,মহিব উল্লাহ মুন্না,  রানা,  রাহাত রুমী, মেহেদী হাসান,  জান্নাতুল ফেরদৌস মোহনা প্রমুখ।             বক্তারা বলেন, ঠিক এক মাস আগে আমরা স্বৈরাচারী শেখ হাসিনার পতন ঘটিয়ে এক নতুন স্বাধীন বাংলাদেশ পেয়েছিলাম৷ এই স্বাধীনতার জন্য  আমাদের হাজারো ছাত্র-জনতাকে জীবন দিতে হয়েছিল। হাজার হাজার শিক্ষার্থী ও সাধারণ জনতা আহত হন। অনেকে পঙ্গুত্ব বরণ করেন, অনেকে এখনো হাসপাতালের বেডে কাতরাচ্ছেন । আমরা সেসব শহীদ ও আহতদের শ্রদ্ধাভরে স্মরণ করি আমাদের নতুন স্বাধীন দেশ উপহার দেওয়া জন্য।

বাংলাদেশ সময়: ১২:১৫:১৮   ২২ বার পঠিত