বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর ২০২৪

অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে রাজবাড়ীতে মানববন্ধন, স্বারকলীপি প্রদান

প্রথম পাতা » সারাদেশ » অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে রাজবাড়ীতে মানববন্ধন, স্বারকলীপি প্রদান
বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর ২০২৪



---

স্বপন বিশ্বাস, রাজবাড়ীঃ রাজবাড়ীর জেলা প্রাথমিক

শিক্ষা অফিজেলাপ্রাথমিক শিক্ষা অফিসার  অহীন্দ্র  কুমার মন্ডল ও অফিস সহকারী জাকির হোসেনের সীমাহীন অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন ও  স্বারকলীপি প্রদান করেছে জেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।


বুধবার (৪সেপ্টেম্বর) সকালে  শিক্ষকরা জেলা প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে, পরে  জেলা প্রশাসক আবু কায়সার খান এর কাছে স্মারকলিপি প্রদান করে।


ওইসময় বক্তারা বিভিন্ন অভিযোগ  ও দুর্নীতির কথা তুলে ধরে বক্তব্য রাখেন, যে অভিযোগ গুলো


১/ কোন শিক্ষক অবসরে গেলে মোটা অঙ্কের অর্থ উৎ কোচ ছাড়া তিনি সেই শিক্ষকের পেনশন ছাড় করেন না।

২/ ২০০২,২০০৩,এবং ২০১০সালে নিয়োগকৃত শিক্ষকগণের বেতন সমতাকরণের সময়ে তিনি কতিপয় শিক্ষকের মাধ্যমে শিক্ষক প্রতি ৩ হাজার থেকে ৩হাজার ৫শত টাকা উৎকোচ নিয়েছেন।

৩/ পদোন্নতি প্রত্যাশি শিক্ষকগণের অধিদপ্তরে প্রেরণে ঘুষ গ্রহন করেছেন।

৪/ প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে তিনি চাকরি প্রার্থীদের কাছ কতিপয় সহকারী উপজেলা শিক্ষা অফিসার স্যারের মাধ্যমে  বিশাল অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছেন। এরকম অনেক অভিযোগ।


বক্তব্য রাখেন, রুবেল মন্ডল,সলেমান খলিফা,আব্দুর রহমান,আঞ্জুমানআরা, রাশেদুল ইসলাম, রফিকুল ইসলাম সহ অনেকে।

বাংলাদেশ সময়: ১০:৫৪:১২   ৩৪ বার পঠিত