শুক্রবার, ৩০ আগস্ট ২০২৪

বন্যার্তদের মাঝে আইআইইউবি এর ত্রাণ বিতরণ

প্রথম পাতা » সারাদেশ » বন্যার্তদের মাঝে আইআইইউবি এর ত্রাণ বিতরণ
শুক্রবার, ৩০ আগস্ট ২০২৪



---


কিশোরগঞ্জ প্রতিনিধি : ঈশা খাঁ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (কিশোরগঞ্জ) এর উদ্যোগে বন্যা দুগর্তদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। গতকাল ২৯ আগস্ট সকাল ১০টা শিক্ষার্থী শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের পক্ষ থেকে বন্যা দুর্গত কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার দুগর্ম ও প্রত্যন্ত এলাকায় ত্রাণ বিতরণ করা হয়।

মনোহরগঞ্জ উপজেলার লক্ষণপুর, নাথেরপেটুয়া, মরহ, সপুরা, কেয়ারী, বেতিয়ারী, বাইশগাঁও ও পার্শ্ববর্তী এলাকায় ৩৫০টি পানিবন্দী পরিবারের মাঝে এসব ত্রাণ বিতরণ করা হয়। নৌকা যোগে ত্রাণের মালামাল দুর্গত পরিবারগুলোর মাঝে পৌঁছে দেয়া হয়। ত্রাণকার্যে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করেন। স্বেচ্ছাসেবীদের সাথে থেকে তদারকি করেন ত্রাণ কমিটির আহ্বায়ক প্রভাষক আনিসুজ্জামান সৌরভ এবং সদস্য প্রভাষক মাসুদ রানা সজল, সদস্য প্রভাষক রাশেদুল ইসলাম।

বাংলাদেশ সময়: ২৩:১৬:৫৭   ১১৭ বার পঠিত