বুধবার, ২৮ আগস্ট ২০২৪

মিডিয়া হাউস ও গণমাধ্যম কর্মীদের উপর হামলার প্রতিবাদে রাজবাড়ীতে বিক্ষোভ সমাবেশ

প্রথম পাতা » সারাদেশ » মিডিয়া হাউস ও গণমাধ্যম কর্মীদের উপর হামলার প্রতিবাদে রাজবাড়ীতে বিক্ষোভ সমাবেশ
বুধবার, ২৮ আগস্ট ২০২৪



---

স্বপন বিশ্বাস, রাজবাড়ীঃ গত ৫ আগস্ট ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে গনঅভ্যুত্থান ঘটে। সেই সময় এবং পরবর্তী সময়ে দেশের বিভিন্ন গণমাধ্যম কর্মী ও প্রতিষ্ঠানের উপর হামলা ভাংচুরের প্রতিবাদ ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে  রাজবাড়ীতে বিক্ষোভ সমাবেশ   অনুষ্ঠিত হয়েছে।

“হিংসা আর সংঘাত নয় বৈষম্যহীন স্বাধীন গণমাধ্যম চাই”

এই শ্লোগানকে সামনে রেখে, রাজবাড়ী প্রেস ক্লাবের সামনে

বুধবার (২৮ আগস্ট) সকালে জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীদের ব্যানারে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

পরে রেলগেট মুক্তিযোদ্বা ফলকের সামনে দীর্ঘ সময় বসে বিভিন্ন প্রতিবাদমূলক বক্তব্য ও তীব্র নিন্দা জানান সাংবাদিকরা।

ওইসময় বক্তব্য রাখেন সাংবাদিক  কাজী আব্দুল কুদ্দুস বাবু,  জাহাঙ্গীর হোসেন, চন্দন শীল,হেলাল মাহমুদ, দেবাশিষ বিশ্বাস, আশিকুর রহমান, মিঠুন গোস্বামী, সুমন বিশ্বাস,  মেহেদি হাসানসহ অন্যান্য।

বাংলাদেশ সময়: ১৮:০৯:৩৫   ৯৪ বার পঠিত