বুধবার, ১৪ আগস্ট ২০২৪

সাংবাদিক রোজিনা ইসলামকে মামলা থেকে অব্যাহতি

প্রথম পাতা » জেলা জজ কোর্ট » সাংবাদিক রোজিনা ইসলামকে মামলা থেকে অব্যাহতি
বুধবার, ১৪ আগস্ট ২০২৪



প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলাম।

প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামকে অফিসিয়াল সিক্রেট অ্যাক্টের মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বুধবার (১৪ আগস্ট) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান সোহাগ উদ্দিন আজ মামলার চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করেন এবং সাংবাদিক রোজিনাকে মামলা থেকে অব্যাহতি দেন।

গতকাল সাংবাদিক রোজিনা ইসলামকে অভিযোগ থেকে খালাস দিয়ে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

‘অত্যন্ত সংবেদনশীল’ সরকারি নথি চুরি ও সেগুলোর ছবি তোলার অভিযোগে ২০২১ সালের ১৭ মে এক উপসচিব শাহবাগ থানায় রোজিনার বিরুদ্ধে এ মামলা করেছিলেন।

মামলার তদন্ত কর্মকর্তা মোরশেদ হোসেন খান ২০২২ সালের ৪ জুলাই রোজিনাকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়ার জন্য আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন।

বাদীর নারাজি আবেদনের পরিপ্রেক্ষিতে গত বছরের ২৩ জানুয়ারি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) মামলার অধিকতর তদন্তের নির্দেশ দেন আদালত।

বাংলাদেশ সময়: ২৩:৩০:১৫   ৮৪ বার পঠিত