বৃহস্পতিবার, ৮ আগস্ট ২০২৪

উপদেষ্টাদের জন্য সচিবালয়ে প্রস্তুত ২১ গাড়ি

প্রথম পাতা » জাতীয় » উপদেষ্টাদের জন্য সচিবালয়ে প্রস্তুত ২১ গাড়ি
বৃহস্পতিবার, ৮ আগস্ট ২০২৪



উপদেষ্টাদের জন্য সচিবালয়ে প্রস্তুত ২১ গাড়ি

সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সামনের পার্কিং জোনে রাখা হয়েছে ২১টি গাড়ি। অন্তর্বর্তীকালীন সরকার ও সরকারের উপদেষ্টাদের জন্য এসব গাড়ি প্রস্তুত রাখা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। বৃহস্পতিবার সরকারি পরিবহণ পুল ও সংশ্লিষ্টদের মাধ্যমে এই তথ্য জানা যায়।

সূত্রটি জানায়, পরিবহণ পুল থেকে পাঠানো গাড়িগুলো মন্ত্রিপরিষদ বিভাগের সামনের পার্কিং জোনে রাখা আছে। এই ২১টি গাড়ি আজ বিকেলের দিকে নতুন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও অন্য উপদেষ্টাদের বাসভবনে পাঠানো হবে। এর একটি বিএমডব্লিউ গাড়ি। গাড়িটি প্রধান উপদেষ্টার জন্য বরাদ্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭:০৮:৫৯   ৭২ বার পঠিত